Bengali Mega Serial`s Non Bengali Actors : বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই রয়েছেন যারা জন্মসূত্রে বাঙালি নন। বাংলা সিরিয়াল তারকাদের মধ্যে বেশ কয়েকজন অবাঙালি অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন, তবে তাদের দেখলে কিংবা তাদের ডায়লগ শুনলে বাঙালি ভেবেই ভুল করেন দর্শকরা। আজকের এই প্রতিবেদনে দেখে নিন বাংলা সিরিয়ালের সেই ৭ অবাঙালি তারকার লিস্ট।
ঋষি কৌশিক (Rishi Kaushik) : অবাঙালি হলেও বাংলার দর্শকদের কাছে যেন ঘরের ছেলে ঋষি কৌশিক। এখানে আকাশ নীল (Ekhane Akash Neel), ইষ্টিকুটুম (Ishti Kutum) থেকে শুরু করে কোড়া পাখি (Kora Pakhi), সোনা রোদের গান (Sona Roder Gaan) ইত্যাদি বহু সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন এই অভিনেতা। আদতে তিনি জন্মসূত্রে হলেন আসামিয়া।
আনমারি টম (Annmary Tom) : ‘গ্রামের রানী বীণাপাণি’ (Gramer Rani Binapani) ধারাবাহিকের নায়িকাও কিন্তু বাঙালি নয়। তার জন্ম কেরালায়। তার বাবা হলেন কেরলের বাসিন্দা এবং মা একজন বাঙালি। অভিনেত্রীর মামার বাড়ি রয়েছে ব্যারাকপুরে এবং সেখানেই বেড়ে উঠেছেন তিনি।
নেহা আমনদীপ (Neha Amandeep) : জি বাংলার স্ত্রী (Stree) সিরিয়ালে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন নেহা। এরপর কনে বউ (Kone Bou) সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু লকডাউনের পর থেকে তাকে আর সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে না। মাঝে অবশ্য বহুবার তার নতুন সিরিয়ালে ফেরার খবর এসেছে, কিন্তু বাস্তবে তাকে পর্দায় দেখার জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।
ক্রুশল আহুজা (Krushal Ahuja) : রাণু পেল লটারি (Ranu Pelo Lottery), কি করে বলবো তোমায় (Ki Kore Bolbo Tomay) ধারাবাহিকের নায়ক ক্রুশলও হলেন বাংলা সিরিয়ালের একজন অবাঙালি অভিনেতা। বাংলার পর এখন হিন্দিতেও কাজ করছেন তিনি। বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি ছেড়ে হিন্দি টেলিভিশনের দুনিয়ায় পা রেখেছেন এই অভিনেতা।
পল্লবী শর্মা (Pallalvi Sharma) : অভিনয় দেখে বোঝা না গেলেও পল্লবী শর্মা একজন অবাঙালি অভিনেত্রী। ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por) সিরিয়ালের হাত ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তার সেই সিরিয়ালটি একটানা চার বছর চলেছিল। তার অভিনীত জবা চরিত্রটির নাম এখনও মানুষের মুখে মুখে ফেরে। বর্তমানে তিনি অভিনয় করছেন নিম ফুলের মধু (Neem Phuler Modhu) -তে। এখানে তার চরিত্র পর্ণাও জবার মতই জনপ্রিয় দর্শকদের কাছে।
আরও পড়ুন : দীপাকে ছেড়ে সোনার জন্য নতুন মা নিয়ে এল সূর্য, দেখে সিরিয়াল বয়কটের ডাক দিল দর্শকরা
শ্বেতা মিশ্র (Sweta Mishra) : ধূলোকণা (Dhulokona) ধারাবাহিকের খলনায়িকা চড়ুইয়ের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন শ্বেতা। তার জন্ম উত্তরপ্রদেশে। তিনি মাড়োয়ারী পরিবারের মেয়ে। তবে তার মধ্যে রয়েছে ভরপুর বাঙালিয়ানা। শ্বেতা বর্তমানে ইচ্ছা পুতুল (Icche Putul) ধারাবাহিকে ময়ূরী চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন : রাজ চক্রবর্তীর আপনজন, ‘সন্ধ্যাতারা’র নায়ক আসলে কে জানেন? চমকে দেবে পরিচয়