জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার! পদ্মশ্রী পাচ্ছেন একগুচ্ছ বাঙালি তারকা, দেখুন নামের তালিকা

চলে এলো ২০২৫ সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা। প্রত্যেকবারের মত পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেবে কেন্দ্র সরকার। মোট ১৩৯ জনকে পুরস্কার দেওয়া হবে। এদের মধ্যে ৭ জন পাবেন পদ্মবিভূষণ ও ১৯ জন পাবেন পদ্মভূষণ। বাকিরা পাবেন পদ্মশ্রী। এই তালিকাতে বেশ কয়েকজন বাঙালির নামও আছে। দেখুন এক নজরে।

এই বছর পশ্চিমবঙ্গ থেকে একাধিক ব্যক্তির নাম দেখা যাচ্ছে পদ্মশ্রী প্রাপকের তালিকায়। তবে পদ্মভূষণ কিংবা পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে বাঙালিদের মধ্যে কেউ নেই এই বছর। পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং, মমতা শঙ্কর এবং কার্তিক মহারাজ। মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ পদ্মশ্রী পাওয়াতে খুবই খুশি এই রাজ্যের মানুষেরা। বর্ষিয়ান নৃত্যশিল্পী মমতা শঙ্করও ৭০ বছর বয়সে এসে পেলেন এই সম্মান। আবেগে আপ্লুত তিনিও।

 Mamata Shankar

মমতা শংকর সংবাদ মাধ্যমকে বলেছেন, “ আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। কারণ কখনো ভাবিনি এরকম অ্যাওয়ার্ড পাব। মনে হচ্ছে আমি আদৌ যোগ্য তো এই সম্মানটা পাওয়ার! আজ যারা আমার পাশে নেই, আমার বাবা মা, মানিক কাকা (সত্যজিৎ রায়), মৃণালদা, ঋতুপর্ণ, রাজা মিত্র, এদের সবার সবার কথা মনে পড়ছে।” এছাড়াও এই তালিকাতে রয়েছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ এবং আরও অনেকে।

আরও পড়ুন : তারিখ পাকা হয়েও ভেঙেছিল বিয়ে! কেন মমতা শঙ্করকে বিয়ে করতে চাননি মিঠুন চক্রবর্তী?

Kartik Maharaj

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?

বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাক বাদক হাবড়ার বাসিন্দা গোকুল চন্দ্র দাস, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। বাংলা এবং বাংলার বাইরেও বিভিন্ন রাজ্য থেকে পদ্ম সম্মানের যোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। প্রতিটা ক্ষেত্রে বিশিষ্ট জনদের হাতে পুরস্কার তুলে দেবে সরকার।