কমেডি থেকে সাসপেন্স থ্রিলার, ড্রামা থেকে ধুন্ধুমার অ্যাকশন, এই সপ্তাহে ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ নিয়ে হাজির ওটিটি মাধ্যমগুলো। তাই বাড়িতে বসেই উইকেন্ড কাটাতে চাইলে চোখ রাখুন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং জিও হটস্টারে। দেশি-বিদেশি মিলিয়ে মিশিয়ে হরেক রকম কনটেন্ট পেয়ে যাবেন অনলাইনে। এর মধ্যে আবার অস্কার পাওয়া ছবিও রয়েছে। এক নজরে দেখে নিন কোনটি কোথায় দেখবেন।
১. আনোরা : অস্কার পুরস্কার প্রাপ্ত এই সিনেমাটি দেখবেন জিও হটস্টারে। এটি এতে তরুণী যৌনকর্মী আনোরার সঙ্গে রাশিয়ান ধনী ব্যবসায়ীর ছেলে ভানিয়ার প্রেম ও বিয়ের কাহিনী দেখানো হয়েছে। ১৯শে মার্চ এই সিনেমাটি হটস্টারে মুক্তি পেয়েছে। মিস করবেন না যেন।
২. খাকি দা বেঙ্গল চ্যাপ্টার : গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই সিনেমার রিলিজের জন্য। প্রসেনজিৎ, জিৎ, শাশ্বত চ্যাটার্জি, সেই সঙ্গে পরমব্রত চ্যাটার্জি, চিত্রাঙ্গদাও রয়েছেন এই সিনেমায়। এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখলেন জিৎ। আন্ডারওয়ার্ল্ড, অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে পুলিশের অদম্য লড়াই দেখা যাবে এই সিনেমাতে ১৯ শে মার্চ থেকে।
৩. গুড আমেরিকান ফ্যামিলি : জিও হটস্টারে এই সিনেমাটি দেখবেন। এখানে দেখানো হয়েছে একটি বামন মেয়েকে এক দম্পতি দত্তক নিয়েছে। কিন্তু যখন তারা বুঝতে পারেন যে মেয়েটি আর পাঁচটা মেয়ের মত নয় তখন থেকে বদলে যাবে সবকিছু। এরপর কী কী ঘটবে এই পরিবারের সঙ্গে দেখতে হলে চোখ রাখুন জিও হটস্টারে। ২০শে মার্চ থেকে এই সিনেমাটি দেখানো হবে।
৪. ড্রাগন : ২১ শে মার্চ থেকে নেটফ্লিক্সে দেখানো হবে এই সিনেমা। গল্পের বিষয়বস্তু প্রদীপ রঙ্গনাথন নামের একটি ছেলেকে নিয়ে। যে খুব মেধাবী ছিল কিন্তু নিজেকে কুল দেখানোর জন্য নিজের জীবন পুরোপুরি বদলে নেয় এবং সব বিষয়ে শর্টকার্ট বেছে নিতে থাকে।
৫. নীলাভুকু এন মেল এন্নাদি কোবাম : দক্ষিণী সুপারস্টার ধানুষ পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন তার ভাগ্নে পভিশ। এখানে দেখানো হয় ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য প্রভু নামের একটি ছেলেকে তার বাবা-মা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রীতি নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলে প্রভু বলে সে নীলা নামের একটি মেয়েকে ভালোবাসে। শেষ অবধি প্রভুর বিয়ে কার সঙ্গে হবে আর কী কী টুইস্ট রয়েছে এই সিনেমায় দেখতে হলে অবশ্যই অ্যামাজন প্রাইম ভিডিওতে নজর রাখুন ২০ শে মার্চ থেকে।
আরও পড়ুন : Box Office-এ ঝড় তুলতে আসছে Jeet এর Upcoming 7 টি Movie
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
৬. রিভিলেশন : ২১শে মার্চ থেকে এই কোরিয়ান সিনেমাটির সম্প্রচার শুরু হবে। সিনেমাতে দেখানো হয় নিজের সন্তান নিখোঁজ হয়ে যাওয়ার পর ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন একজন পাদ্রী। অপরাধীদের শাস্তি দিতে তিনি নিজেই অপরাধের রাস্তায় নেমে পড়েন। এই মামলার দায়িত্ব প্রায় এক গোয়েন্দার যাকে একবার নিজের এক ভুতুড়ে অতীতের সঙ্গে লড়াই করতে হয়। এরপর কী কী ঘটবে জানতে হলে নজর রাখতেই হবে নেটফ্লিক্সে। এই সিনেমাটিও ২১শে মার্চ থেকে শুরু হবে।