অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের বাংলা অর্থ কী? জানলে গর্বে ভরবে বুক

Naatu Naatu Bengali Meaning : ২০০৯ সালের পর ২০২৩, অস্কারের মঞ্চে সেরা পুরস্কার পেল কোনও ভারতীয় গান। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে জয় হো গানটি গাওয়ার জন্য অস্কার পেয়েছিলেন এ আর রহমান। তার ঠিক ১৪ বছর পর ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড অরিজিনাল স্কোর হিসেবে পুরস্কৃত হল তেলেগু ভাষার গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)। যে গান নিয়ে এত মাতামাতি গোটা বিশ্ব জুড়ে, সেই গানের আসল অর্থ জানেন?

এই প্রথমবার কোনও তেলেগু ভাষার গান অস্কারের মনোনয়ন পেল এবং অস্কার জিতল। এই গানের সংগীত পরিচালক হলেন এম এম কিরাবাণী‌। গানের অর্থটাও খুবই গুরুত্বপূর্ণ। এম এম কিরাবাণী‌ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন নাটু শব্দের অর্থ হল নিজস্ব বা নিজস্বতা। গানের কথার মাধ্যমে বোঝানো হয়েছে, ‘যা আমি করি তা একেবারে আমার’।

NAATU NAATU

এই গানের ভাবার্থ বুঝিয়ে দিয়েছেন এম এম কিরাবাণী‌‌। তার কথায়, “আমার নিজস্ব অভিজ্ঞতা‌। আমার ভাব প্রকাশের ভিন্ন ভাষা রয়েছে। আমার শব্দ, আমার স্টাইল একেবারে অন্যরকম। সেটাই বলা হয়েছে এই গানে।” নিউ ইয়র্ক টাইমসে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, “নাটু শব্দের মাধ্যমে নিজের জিনিস, নিজের সংস্কৃতিকে বোঝানো হয়েছে। এর অর্থ নিজের।”

অস্কারজয়ী এই গানটি লিখেছেন চন্দ্র বোস। তিনিও গানের মর্মার্থ বুঝিয়েছেন। তিনি বলেন ‘নাটু’ শব্দের অর্থ মেঠো কিংবা দেশীয়। তিনি আসলে তার ছোটবেলার স্মৃতিকে গানের কথার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। খুব দ্রুত এই গানটি তিনি লিখে ফেলেছেন। উল্লেখ্য, নাটু নাটু শব্দের আক্ষরিক অর্থ নাচি নাচি হয় না। এর অর্থ মেঠো মেঠো। জেনে নিন বাংলায় নাটু নাটু গানের সম্পূর্ণ অর্থ –

NAATU NAATU

ঈশ্বরের আরাধনায় মূল নৃত্যশিল্পী যেভাবে নাচেন সেভাবে, রেগে যাওয়া ষাঁড় ধুলো উড়িয়ে যেভাবে ঝাঁপায় সেভাবে আপনি নাচুন, দেবীর বন্দনায় নৃত্যশিল্পী যেভাবে নাচেন সেভাবে, খড়ম পরে লাঠি খেলার মতো করে নাচুন, কলা গাছের নীচে ছেলেরা জড়ো হয় যেভাবে, লঙ্কা দিয়ে জোয়ারের রুটি খাওয়ার মতো করেই, আমার গান শুনুন আর…চলুন নাচি, নাচি, নাচি/ পাগলের মতো নাচি, চলুন নাচি, নাচি, নাচি/ বন্য নাচে মাতি

NAATU NAATU

কাঁচালঙ্কা চিবিয়ে ফেলার মতো করেই নাচুন, তীক্ষ্ণ ফলার মতো করেই নাচুন, ঢাকের তালে হৃদয় যেভাবে দোলে সেভাবে, পাখির কর্কশ ডাকের মতো করেই, গান গাইতে গাইতে, তুড়ি বাজাতে বাজাতে, ঘাম ঝরানোর মতো করে নাচুন…আমার গান শুনুন আর…চলুন নাচি, নাচি, নাচি/ পাগলের মতো নাচি, চলুন নাচি, নাচি, নাচি/ বন্য নাচে মাতি, চকচকে লাঙলের মতো নাচুন, চলুন নাচি, নাচি, নাচি/ আর্দ্রতার মতোই নাচি

এমনভাবে নাচুন যাতে শিরায় রক্তপ্রবাহ বেড়ে যায়, কাঁপতে থাকে পৃথিবী, জীবনীশক্তি দিয়ে নাচুন…বাতাসে ধুলো না ওড়া অবধি নাচুন… চলুন নাচি।