ভারতের একমাত্র অভিনেত্রী, যার নামে রয়েছে আস্ত একটা দ্বীপ। না তিনি আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ কিংবা করিনা কাপুর নন। তাকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলাও যায় না। কারণ গত ৮ বছরে তার একটিও হিট সিনেমা নেই। তিনি কে জানেন? তিনি হলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। যিনি শ্রীলঙ্কা থেকে ভারতে এসে বলিউডে পা রাখেন।
জ্যাকলিন ফার্নান্ডেজের শ্রীলঙ্কা থেকে বলিউড যাত্রা
জ্যাকলিন ফার্নান্ডেজের জন্ম হয় ১৯৭৯ সালের ১১ই আগস্ট। শ্রীলংকার কলম্বোতে তার জন্ম হয় মালয়েশিয়া এবং শ্রীলঙ্কান বংশোদ্ভুত একটি পরিবারে। ২০০৬ সালে তিনি মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হয়েছিলেন। তারপর ২০০৯ সালে ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘আলাদিন’ দিয়ে তিনি বলিউডে পা রাখেন। তারপরের বছরগুলোতে পর পর বেশ কয়েকটি কাজ করেছিলেন জ্যাকলিন। ২০১০ সালের মার্ডার ২ সিনেমাতে তার হট নেস দেখে কাবু হন দর্শকরা। তিনি তার কেরিয়ারে সালমান খান, সেইফ আলি খানদের মত তারকাদের সঙ্গে কাজ করেছেন।
জ্যাকলিন ফার্নান্ডেজ এরপর হাউসফুল ২, কিক, রেস ২ এর মত হিট সিনেমা করেছেন। তার সৌন্দর্য এবং নাচ দর্শকদের মুগ্ধ করেছেন। বলিউডে অভিনয় করার সঙ্গে সঙ্গে বেশ কিছু টাকাও জমিয়েছেন জ্যাকলিন। ২০১২ সালে শ্রীলঙ্কার কাছে তিনি ৫ একরের একটি ব্যক্তিগত দ্বীপ কিনে ফেলেন। এটা কিনতে তার খরচ হয়েছে ৩ কোটি টাকা। তিনিই বলিউডের একমাত্র অভিনেত্রী, যার নামে আস্ত দ্বীপ রয়েছে। এই দ্বীপ জ্যাকলিন নিজের ব্যক্তিগত মুহূর্ত কাটাতে ব্যবহার করবেন নাকি পরবর্তীকালে রিসোর্ট গড়ে ব্যবসা করবেন কিংবা ভাড়ায় দেবেন সেটা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন : দীপিকা, আলিয়া নন! বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কে?
আরও পড়ুন : ভারতের প্রথম মহিলা কমেডিয়ান, পেলেন না যোগ্য সম্মান! কোথায় হারিয়ে গেলেন টুনটুনি?
আপাতত জ্যাকলিনের শেষ হিট ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ওই সিনেমার নাম ছিল জুড়ুয়া। এরপর নেটফ্লিক্সে তার ড্রাইভ সিনেমাটি মুক্তি পায়। কিন্তু সেটাও ফ্লপ হয়। এরপর রাধে, ভূত পুলিশ, বচ্চন পাণ্ডে, অ্যাটাক, রাম সেতু, সার্কাস, ফতেহ, রাই, ব্রাদার্স এবং জানে কাহাঁ সে আয়ি হ্যায় একের পর এক সব ছবি ফ্লপ হয়। অর্থাৎ গত ৮ বছরে তিনি যতগুলি ছবি করেছেন, সব ফ্লপ হয়েছে। এতে জ্যাকলিনের স্টার ইমেজের অনেকটাই ক্ষতি হয়েছে।