ঘরে বসে ৫ মিনিটে বানিয়ে ফেলুন পাসপোর্ট! আবেদন করুন এইভাবে

পাসপোর্ট বানাতে চান? সরকারি অফিসে চক্কর কাটতে হবে বলে ভয় পাচ্ছেন? আর হয়রানির ভয় নেই। কারণ এবার আপনি ঘরে বসেই মাত্র কয়েক মিনিটের মধ্যে পাসপোর্ট এর জন্য আবেদন করে ফেলতে পারবেন। কারণ এখন থেকে অনলাইনেই পাসপোর্টের জন্য আবেদন করা যাচ্ছে। এমনকি কোনও ব্যক্তি নিজেই এই আবেদন করতে পারবেন। কীভাবে? জেনে নিন এক নজরে।

অনলাইনে কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন?

  • পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইট https://passportindia.gov.in খুলুন।
  • নিউ ইউজার অথবা রেজিস্টার নাও অপশন এ ক্লিক করুন।
  • এবার আপনার জন্ম তারিখ, নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • লগইন করার পর অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার নাম, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন।
  • সাবমিট অপশনে ক্লিক করুন।
  • এবার পে অ্যান্ড সিডিউল অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করুন।
  • এবার আপনাকে আপনার নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে এপয়েন্টমেন্টের দিন ঠিক করতে বলা হবে।

Online Process For Passport Application

পেমেন্ট করার পদ্ধতি

অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর পেমেন্ট অপশন আসবে। এখানে আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করলে ১৫০০ টাকা ফি দিতে হবে। আর যদি তৎকাল পাসপোর্ট চান তার জন্য অতিরিক্ত ফি দিতে হবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি একটি রসিক পাবেন সেটা ডাউনলোড করে নিজের কাছে রাখুন।

আরও পড়ুন : আনলিমিটেড কলিং, সঙ্গে ইন্টারনেট! ১৫০ টাকার কমে সবথেকে সস্তার Jio প্ল্যান

Online Process For Passport Application

আরও পড়ুন : আপনার আধার কার্ড পাকিস্তানীরা ব্যবহার করছে না তো? জানবেন কীভাবে?

পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়া

অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর নির্দিষ্ট দিনে পাসপোর্ট সেবা কেন্দ্রে পৌঁছে যাবেন। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে হবে। এর পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পাসপোর্ট আপনার রেজিস্টার্ড ঠিকানায় পৌঁছে যাবে। এই ডিজিটাল পদ্ধতিতে আপনি ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সহজে। আগে যেখানে সরকারি অফিসে ছোটোছুটি করতে হত এখন সেই হয়রানি কমেছে।