ফের কটাক্ষের মুখে পড়লেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বিবাহ বিচ্ছেদ থেকে সন্তান প্রসব, অভিনেত্রীর জীবনের সব বিষয়েই জড়িয়ে রয়েছে বিতর্ক। তবে এবার কোনও ব্যক্তিগত কারণে নয়, একেবারে অন্য একটি কারণে কটাক্ষের শিকার হলেন তিনি। অভিনেত্রীর প্রযোজিত এবং অভিনীত সিনেমা ‘সেন্টিমেন্টাল’-এর একটি গান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ঠিক কী ঘটেছে? দেখে নিন।
গানের নাম ‘বোকা সোডা’
কিছুদিন আগে মুক্তি পেয়েছে নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত সিনেমা ‘সেন্টিমেন্টাল’। নুসরত এবং যশের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত সিনেমা হল এটি। এই গানে একটি আইটেম সং রাখা হয়েছে, যার নাম ‘বোকা সোডা’। গানটি শুনলে আপনার মনে হবে কোনও গালাগাল দেওয়া হচ্ছে এই গানটির মাধ্যমে। শুধু তাই নয়, এই আইটেম সংটিতে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে বেশ অশ্লীলভাবেই নাচ করতে দেখা যাচ্ছে।
গানটি শুনে ভীষণ বিরক্ত দর্শকরা
গানটি মুক্তি পাওয়ার পর এই গানটির লিরিক্সকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে সর্বত্র। বাংলা গানের মান যে কতখানি নিচে নেমে গেছে, তা এই গানটি শুনলেই বোঝা যায়, মত দর্শকদের। এবার আবার নতুন করে গানটি উঠে এলো চর্চায়, যখন এক খুদেকে এই গানের তালে তালে নাচ করতে দেখা যায়। ভিডিওটি দেখে রাগে ফেটে পড়েছেন নেটিজেনরা।
কী রয়েছে ভিডিওতে?
ভিডিওতে যে ছোট্ট শিশুটিকে ‘সেন্টিমেন্টাল’ সিনেমার ‘বোকা সোডা’ গানের তালে তালে নাচ করতে দেখা যাচ্ছে, সে হলো জনপ্রিয় অভিনেত্রী স্বৈরীতি ভট্টাচার্যের সন্তান। ছোট্ট শিশুটির নাচের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রীর স্বামী রোহন ঝা। ভিডিওটি নুসরত এবং তৃণা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, যা থেকেই তৈরি হয়েছে বিপত্তি।
কী বললেন নেটিজেনরা?
শিশুটির এই নাচের ভিডিওটি দেখে এক ব্যক্তি লিখেছেন, “নিজেরা নাচছেন, নাচুন। কিন্তু একটি শিশুকে এই সমস্ত শিখিয়ে খারাপ করার মানে কী?” কেউ আবার লিখেছেন, “একটি শিশুকে গালাগালি শেখাচ্ছেন, আপনার লজ্জা লাগা দরকার।” অন্য এক ব্যক্তি লিখেছেন, “পাবলিক এত বোকা নয় যে গানটির মানে বুঝবে না। আবার এই গানে একটি শিশুকে নাচাচ্ছেন। ছিঃ!!”
আরও পড়ুন : নুসরতের সতীন আসলে কে? কোথায় ও কেমন আছেন যশ দাসগুপ্তের প্রথম স্ত্রী
আরও পড়ুন : নুসরাতের পোস্টে যশের ‘অশ্লীল’ কমেন্ট! ‘নোংরামি’ দেখে ধুয়ে দিল নেটিজেনরা
কেউ কেউ আবার নুসরতের সন্তানের প্রসঙ্গ টেনে এনে বলেছেন, “আপনারাও তো সন্তান রয়েছে। এটা করতে আপনার খারাপ লাগলো না?” কেউ আবার লিখেছেন, “এরকম একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে আর তা নিয়ে আপনারা মাতামাতি করছেন। ও তো ছোট কিছু বোঝে না, কিন্তু আপনারা তো ছোট না।”
View this post on Instagram