৫৬ বারের বেঙ্গল টপার মিঠাইরানীকে (Mithai) হারিয়ে গত সপ্তাহে স্টার জলসার (Star Jalsha) ধূলোকণা (Dhulokona) হয়েছে সেরা। তার আগের কয়েকটা সপ্তাহেও মিঠাইয়ের রেটিং তেমন ভাল ছিল না। এটা দেখে মিঠাই ভক্তদের মন বেশ খারাপ হয়েছে। তার উপরে আবার ধূলোকণা ভক্তরা তাদের পছন্দের সিরিয়াল টপার হয়েছে দেখে আনন্দ করার পাশাপাশি মিঠাইকে তুলোধনা করছেন।
সোশ্যাল মিডিয়াতে পছন্দের ধারাবাহিক নিয়ে ভক্তদের মধ্যে সবসময়ই একটা অলিখিত প্রতিদ্বন্দ্বিতা চলে। নিজেদের পছন্দের ধারাবাহিকটে সমর্থন করার পাশাপাশি ভক্তরা অন্য সিরিয়ালগুলিকে কটাক্ষ করতে ছাড়েন না। মিঠাই রেটিং চার্টে অনেক নিচে নেমে যাওয়াতে ধুলোকণা ভক্তরা যেমন তাকে নিয়ে বিদ্রুপ করতে গিয়ে পাল্টা জবাব পেলেন মিঠাই ভক্তদের থেকে।
আসলে বহু সপ্তাহ বাদে এই সপ্তাহে ৮.২ নম্বর নিয়ে ধুলোকণা বেঙ্গল টপার হয়েছে। প্রথম প্রথম যখন ধুলোকণা টপার হত বেশিরভাগ ক্ষেত্রেই ধারাবাহিকে তখন চলছিল বিয়ের মরসুম। এই দেখে ধুলোকণাকে কটাক্ষ করে বলা হত কেবল বিয়ে দেখিয়েই টপার হতে হয় এই সিরিয়ালকে। কিন্তু এই সপ্তাহে তেমন কোনও বিয়ের ট্র্যাক কিন্তু ছিল না। তাই এক্ষেত্রে আর ট্রোলারদের কথা খাটে না।
গত সপ্তাহে যেমন ধুলোকণাতে চান্দ্রেয়ীর লালনকে খুন করানোর ষড়যন্ত্র ফুলঝুরি হাতেনাতে ধরে ফেলে, চান্দ্রেয়ীর বান্ধবী শ্রীরূপাও চড়ুইকে দেহ ব্যবসার কাজে নামাতে গিয়ে ধরা পড়ে যায়। তার উপরে আবার লালনকে জীবিত দেখানো, শ্রীরূপার ছেলে ঋষি এবং চড়ুইয়ের আলাপ, ঋষির চরিত্রে রাজা গোস্বামীর এন্ট্রি, সবটা মিলিয়ে মিশিয়ে লীনা গাঙ্গুলী তার লেখনীতে জমজমাট চমক দিয়েছেন।
তাই ধুলোকণা ভক্তরা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন যে ধুলোকণা শুধু বিয়ে দেখিয়ে টপার হয় না, গল্পের মধ্যেও কিছু সারমর্ম থাকে। উল্টে তারা মিঠাইয়ের ঘাড়েই দোষ চাপাতে থাকেন। মিঠাই নাকি বারবার বিয়ে দেখিয়ে টপার হয়! মিঠাই ভক্তরা এই অপবাদ মেনে নেবেন কেন? জনৈক মিঠাই ভক্ত ফ্যান পেজে রীতিমত ঐকিক নিয়মে অংক কষে দেখিয়ে দিয়েছেন মিঠাই আর ধূলোকণার মধ্যে বিয়ে দেখিয়ে বেশি টপার হয় কে।
অংকের হিসেবে দেখা যাচ্ছে ধুলোকণা টপার হয়েছে মাত্র ৬ বার। তার মধ্যে বিয়ের সপ্তাহ ছিল ৪ টি। অর্থাৎ হিসেবটা দাঁড়াচ্ছে ৬৬ শতাংশ। অন্যদিকে ৫৬ বারের বেঙ্গল টপার মিঠাই রানী বিয়ে দেখিয়ে টপার হয়েছে মাত্র ২ বার। কারণ মিঠাইয়ের প্রথম বিয়ে, স্যান্ডির বিয়ে, নিপার বিয়ে ও সমরেশের বিয়েতে মিঠাই টপার হয়নি। এক্ষেত্রে হিসাবটা জানাচ্ছে মাত্র ৩ শতাংশ। পরে তিনি ভুল স্বীকার করে লেখেন নিপার বিয়েতে টপার হলেও পার্সেন্টেজ দাঁড়াচ্ছে মাত্র ৫ শতাংশ। পোস্টের ক্যাপশনে ধুলোকণা ভক্তদের কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘অতীব পন্ডিত ব্যক্তিদের মস্তকে মগজ ঢোকানোর শেষ প্রচেষ্টা’।