মিঠুনের কাছে রচনা ম্যাজিক ফেল, Didi No 1`র এত খারাপ TRP দেখে মাথায় হাত দর্শকদের

জি বাংলার (Zee Bangla) কাছে ক্রমশ যেন কোণঠাসা হয়ে পড়ছে স্টার জলসা (Star Jalsha)। তা সে বাংলা সিরিয়াল হোক কিংবা নন ফিকশন রিয়েলিটি শো, সবেতেই এগিয়ে যাচ্ছে জি বাংলা। তুলনায় টিআরপির নিরিখে বেশ পিছিয়ে পড়েছে স্টার জলসা। এই সপ্তাহে প্রকাশিত টিআরপি (TRP) তালিকা থেকেও তেমনটাই দেখা যাচ্ছে।

এই সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে সেরা পাঁচের মধ্যে একমাত্র টপারের আসন ছাড়া বাকি সবকটি স্থান জি বাংলা ছিনিয়ে নিয়েছে। নন ফিকশন টিআরপি তালিকাতেও জি বাংলা ছক্কা হাঁকিয়েছে। এই মুহূর্তে জি বাংলা তে একসঙ্গে ৩ টি রিয়েলিটি শো চলছে। ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance), ঘরে ঘরে জি বাংলা (Ghore Ghore Zee Bangla) এবং দিদি নাম্বার ওয়ান (Didi Number One), এই তিন শোয়ের টিআরপি বেশ ভাল।

DANCE BANGLA DANCE

অন্যদিকে স্টার জলসাতে এখন কেবল একটিমাত্র রিয়েলিটি শো চলছে যার নাম সুপার সিঙ্গার। এর মধ্যে ডান্স বাংলা ডান্স সব থেকে বেশি নম্বর পেয়েছে। ৭.১ নম্বর পেয়ে টপার হয়েছে ডান্স বাংলা ডান্স। মিঠুন চক্রবর্তীর ম্যাজিক তো রয়েছে, সেই সঙ্গে শুভশ্রী গাঙ্গুলী, মৌনি রায় এবং শ্রাবন্তী চ্যাটার্জী রয়েছেন বিচারকের আসনে।

এছাড়া অঙ্কুশের দমদার কমেডি সঞ্চালনা তো আছেই। সেই সঙ্গে আবার বাড়তি পাওনা প্রতিযোগিদের তালিকায় পান্তা ভাতের কুন্ডু ওরফে দীপান্বিতা কুন্ডুর নাচের পারফরমেন্স। দিদি নাম্বার ওয়ানের রবিবারের ধামাকাও বেশ ভালো টিআরপি পেয়েছে। ৬.৭ নম্বর পেয়েছে দিদি নাম্বার ওয়ান। তবে টপার হওয়া হল না।

DIDI NUMBER ONE

ডান্স বাংলা ডান্স আসার আগে কিন্তু দিদি নাম্বার ওয়ানের টিআরপি ছিল সবথেকে বেশি। সুপার সিঙ্গার সিজন ৪ কিছুতেই টিআরপি তালিকাতে এঁটে উঠতে পারছে না। শান, রুপম, মোনালি, এবং সঞ্চালক হিসেবে যীশু থাকলেও টিআরপি উঠছে না। সুপার সিঙ্গার সিজন ৪ পেয়েছে মাত্র ৩.৬ নম্বর। আর ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৩।