দেশ তথা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় উঠে আসে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম। তাই তার এবং তার পরিবারের জীবন-যাপনও আপাদমস্তক বিলাসিতায় মোড়া। মুকেশ-পত্নী নীতা আম্বানির (Nita Ambani) শাড়ি-গয়না থেকে শুরু করে মেকআপ এবং সাজসজ্জার সামগ্রীর যে দাম তার ধারেকাছেও পৌঁছতে পারবে না সাধারণ মানুষ।
নীতা আম্বানি একেকবার মেকআপ (Nita Ambani Maka Up Budget) করতে জলের মত টাকা খরচ করেন। প্রতিবার মেকআপের পেছনে তার লক্ষ লক্ষ টাকা খরচ হয়। যেমন তেমন মেকআপ আর্টিস্ট দিয়ে তিনি মেকআপ করান না। বলিউড সুন্দরীরা যাদের দিয়ে মেকআপ করান, তারাই নীতা আম্বানিকেও সাজিয়ে দেন।
পরিবারের যে কোনও অনুষ্ঠান হোক কিংবা বাইরের পার্টি, সকলের মধ্য থেকে আলাদাভাবে নজর কাড়েন নীতা। ৬০ পেরিয়েও তার এত রূপ দেখলে চমকে যেতে হয়। তবে সবটাই অবশ্য মেকআপের কামাল। তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট অত্যন্ত সময় এবং যত্ন নিয়ে পরিশ্রম করে তাকে সাজিয়ে তোলেন।
নীতার ব্যক্তিগত মেকআপ আর্টিস্টের কাছেই তার মেয়ে এবং পুত্রবধূরাও সাজ পোশাক করেন। নীতার এক একটি লিপস্টিকের দাম নাকি ৪০-৫০ লক্ষ টাকার কাছাকাছি। সেই হিসেবে একবার সাজ পোশাক করতে তার বাজেট অন্ততপক্ষে কোটি টাকা ছাড়িয়ে যাবে। নীতাকে প্রত্যেকবার সাজিয়ে এত বিপুল অর্থ উপার্জন করেন তার মেকআপ ম্যান মিকি কন্ট্রাক্টর।
নীতাকে সাজের যে উপকরণ দিয়ে সাজানো হয় সেগুলো আর কেউ ব্যবহার করতে পারেন না। তাই তার সাজের বাজেটের এত দাম। তিনি পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করেন। তাকে মেকআপ করানোর কৃতিত্ব সবসময় মিকিকেই দেওয়া হয়। যদিও একা নীতা নন, বলিউডের বড় বড় অভিনেত্রীদেরও সাজিয়ে তোলেন মিকি।
বলিউড অভিনেত্রীদের মধ্যে করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই, অনুষ্কা শর্মাদের সাজান মিকি। তিনি নাকি প্রত্যেকবার মেক আপের জন্য ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা চার্জ নিয়ে থাকেন। প্রবীণ অভিনেত্রী হেলেনের হেয়ার ড্রায়ার হিসেবে কাজ করতেন তিনি। সেই থেকে তিনি এখন মুম্বাইয়ের প্রখ্যাত মেকআপ আর্টিস্ট হয়ে উঠেছেন।