জনপ্রিয়তার নিরিখে বলিউড তারকাদের (Bollywood stars) চেয়ে কোনও অংশে কম যান না মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তার পরিবার। তাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে জানা ইচ্ছা সকলেরই রয়েছে। সেই জন্য পরিবারের প্রত্যেকেই আজ জনপ্রিয়। তবে বিলাসবহুল জীবনযাপনের কথা বললে এই পরিবারের দামী জিনিসপত্রের সবচেয়ে বেশি শখ রয়েছে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির ( Nita Ambani)।
বর্তমান সময় বিশ্বে ২০জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে মুকেশ আম্বানির। তাই তাদের জীবনে বিলসিতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু মুকেশ আম্বানিকে তার স্ত্রীর শখ পূরণ করতেই কোটি কোটি টাকা খরচ করতে হয়।
তার মেকআপ কিট থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি, সবকিছুর দামই আকাশছোয়া। তাকে কখনোই দেখা যায়নি কম দামী জিনিস ব্যবহার করতে। সম্প্রতি তার একটি বহু মূল্য জিনিসের কথা জানা গিয়েছে যার দাম শুনতে অবাক হবেন বহু মানুষ।
তার এই জিনিসটি হল তার জল খাওয়ার কাপ। সুদূর জাপান থেকে ভারতে আনা হয়েছি এই বহু মূল কাপ। এই কাপটির দাম প্রায় ৩ লক্ষ টাকা। জাপানের ঐতিহ্যবাহী বাসনপত্র তৈরির সংস্থা থেকেই এই কাপটি কিনেছেন নীতা আম্বানি।
এই কাপের পুরো সেটটি কিনতে খরচে হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এই কাপের সেটে ২২ ক্যারেটের সোনা ও প্ল্যাটিনাম বসানো রয়েছে। যদিও এই প্রথম নয় এর আগে নীতা আম্বানির একটি ব্যাগের দিকে অনেকের নজর পরেছিল।
এই ব্যাগটি কুমিরের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। দাম প্রায় ২ কোটি ৬ লক্ষ টাকা। ২০১৭ সালে এই ব্যাগটি নিলামে উঠেছিল। এছাড়াও তার জুতো, হাতের ঘড়িও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এই সব দামী কিছুই তাকে কিনে দেন মুকেশ আম্বানি।