Nita Ambani`s Audi A9 Chameleon Car Price Features And Looks : ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তার পরিবার স্বাভাবিকভাবেই অনেক বেশি বিত্তশালী পরিবার। মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) -র কাছে এমন কিছু বিশ্বসেরা জিনিস রয়েছে যেগুলো সকলকে অবাক করবে। বিশেষ করে মুকেশের স্ত্রী নীতা আম্বানির লাইফস্টাইল খুবই বিলাসবহুল। শাড়ি-গয়না, মেকআপ থেকে শুরু করে গাড়ি-বাড়ি, নীতার জীবনযাপন অবাক করবে।
আজকের এই প্রতিবেদনে নীতার কাছে থাকা এক বিশেষ ধরনের গাড়ি নিয়ে থাকছে বিশেষ তথ্য যা তোলপাড় করছে সোশ্যাল মিডিয়াকে। আম্বানিদের বাড়ির গ্যারেজে একাধিক গাড়ি রয়েছে। বিশ্বের এমন কোনও দামী গাড়ি নেই যা আম্বানি হাউস অ্যান্টিলিয়ার গ্যারেজে পাওয়া যাবে না। তবে নীতার কাছে থাকা Audi A9 Chameleon গাড়ির বৈশিষ্ট্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা চলছে।
আসলে এই গাড়িটি বিশ্বের সবথেকে দামি এবং অত্যাধুনিক গাড়িগুলির মধ্যে অন্যতম। গাড়ির এমন সংস্করণ কেনার ক্ষমতা সকলের থাকে না। ভারতে কেবল হাতেগোনা কিছু মানুষের কাছেই এই গাড়ি রয়েছে। এর দাম যেমন তেমনই এতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার। শোনা যায় নীতা আম্বানির এই গাড়ি নাকি গিরগিটির মত রং বদলাতে পারে।
অর্থাৎ গাড়ি চালক যখন তার যেমন পছন্দ সেই মত গাড়ির রং বদলে একটা নতুন লুক দিতে পারেন। অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি এই রং বদল করার ক্ষমতাই কার্যত গাড়িটিকে বিশ্বের সবথেকে দামি গাড়িগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। অত্যাধুনিক এই অডি গাড়ির দাম কত জানেন? আসলে এই গাড়ির দামে আস্ত প্যালেস কেনা হয়ে যায়।
যতদূর জানা যাচ্ছে নীতা আম্বানির কাছে থাকা এই বিশেষ ধরনের গাড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকা। এদিকে আমাদের পড়শি রাষ্ট্র পাকিস্তানের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। পরিস্থিতি এখন এমনই যে টাকার যোগাড় করতে পাকিস্তান সরকারকে চীনের কাছে বন্দর বিক্রি করতে হচ্ছে। কাজেই নীতা আম্বানির এই গাড়ির দামেই পাকিস্তানে একটা আস্ত প্যালেস কেনা হয়ে যায়।
আরও পড়ুন : বাংলার গর্ব, মুকেশ আম্বানিকেও টেক্কা দিয়ে বড় ব্যবসা গড়ে তুলেছেন এই বাঙালি মেয়ে
আম্বানি পরিবারের লাইফস্টাইল দেখলে চমকেই যেতে হয়। ১৫০০ কোটি টাকার অ্যান্টিলিয়া বাড়িতে রাজকীয়ভাবে থাকেন তারা। এই বাড়িতে মাত্র ১০ জন সদস্যের জন্য কর্মচারী রয়েছেন ৬০০। শুধুমাত্র তাদের জন্য রান্না করেন যে রাঁধুনীরা তাদেরই বেতন মাসে ২ লক্ষ টাকা। তবে শুধু বেতন নয়, কর্মচারীদের জন্য বীমার ব্যবস্থা থেকে শুরু করে তাদের ছেলেমেয়েদের পড়াশোনার ভারও নেন মুকেশ আম্বানি।
আরও পড়ুন : কেমন দেখতে মুকেশ আম্বানির ১৫০০ কোটির অ্যান্টিলিয়া বাড়ির অন্দরমহল? ফাঁস হল ছবিগ্যালারি