এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তার পরিবারের লাইফস্টাইল সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ মানুষ। সাধারণের ধারণা এই পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার কৌশল একেবারেই আলাদা। এই পরিবারের প্রত্যেক সদস্য রাজকীয় জীবনযাপন করেন। অর্থের কোনও অভাব নেই তাদের। মুকেশ আম্বানির সন্তানরাও এখন সকলেই প্রতিষ্ঠিত।
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির (Nita Ambani) তিন সন্তান, আকাশ আম্বানি (Akash Ambani), অনন্ত আম্বানি (Anant Ambani) এবং ইশা আম্বানি (Isha Ambani)। আজ তারা প্রত্যেকেই নিজ নিজ কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু ছোটবেলায় আর পাঁচটা বাচ্চার মত তাদেরও কিন্তু বাবার থেকে হাতখরচ নিতে হত। সেই সময় আম্বানি কত টাকা পকেট মানি হিসেবে দিতেন তার তিন সন্তানকে? সেই সত্যিটা ফাঁস করলেন নীতা আম্বানি
নীতা সম্প্রতি তার ছেলেমেয়েদের ছোটবেলার স্মৃতি রোমন্থন করে তাদের বিষয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন। তিনি জানান ইশা, আকাশ এবং অনন্তকে পকেটে মানি হিসেবে মাত্র ৫ টাকা করে দিতেন তারা। তারা চেয়েছিলেন সন্তানরা যেন বিনয়ীভাবে জীবনযাপন করে। তাদের সন্তানরা যাতে অর্থের মূল্য বুঝতে পারেন তার জন্য এই ব্যবস্থা করেছিলেন তারা।
তবে তাদের ছোট ছেলে অনন্ত একবার ১০ টাকা চেয়ে বসেন নীতার কাছে। কারণ তখন স্কুলে তার সহপাঠীরা তাকে বলতেন তিনি আম্বানি নন, ভিখারী। এরপর অবশ্য নীতা তার সন্তানদের পকেটমানি একটু বাড়িয়ে দিয়েছিলেন। এভাবেই কেটেছে আম্বানির তিন সন্তানের ছোটবেলা। তারা প্রত্যেকেই ছোটবেলা থেকে টাকার গুরুত্ব বুঝে বড় হয়েছেন।
ইশা আম্বানি এবং আকাশ আম্বানি হলেন যমজ দুই ভাইবোন। তাদের একজন ছোট ভাই আছে যার নাম অনন্ত। ইশা বিয়ে করেছেন আনন্দ পিরামলকে। তাছাড়া তিনি নিজেই তার বাবার কোম্পানির দেখভাল করেন। অন্যদিকে আকাশ আম্বানি বিয়ে করেছেন শ্লোকা মেহতাকে।
আকাশকে রিলায়েন্স জিওর চেয়ারম্যান করা হয়েছে। আর তাদের ছোট ভাই অনন্ত রিলায়েন্সের অতিরিক্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন। খুব শীঘ্রই তিনি বিয়ে করতে চলেছেন তার বহুদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টকে। রাধিকা এনকোর হেলথকেয়ার সিইও বীরেন মার্চেন্টের কন্যা এবং তিনি ও তার বাবার কোম্পানির দেখভাল করছেন।