যিশুর শেষ চিহ্নটুকু মুছে ফেললেন নীলাঞ্জনা! নিলেন কঠিন সিদ্ধান্ত

যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মা, দুজনেই একসময় টলিউডের পাওয়ার কাপল ছিলেন। কিন্তু যিশুর বিশ্বাসঘাতকতায় ভেঙেছে নীলাঞ্জনার সুখের সংসার। অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী এবং দুই মেয়েকে ছেড়েছেন টলিউডের এই সুপারস্টার। আর তারপর থেকেই যিশুকেও নিজের জীবন থেকে মুছে ফেলছেন নীলাঞ্জনা। একটু একটু করে যিশুর সব চিহ্ন মুছে ফেলছেন তিনি। এবার তিনি নিলেন এক কঠিন সিদ্ধান্ত।

পরকীয়ায় জড়িয়েছেন যিশু সেনগুপ্ত

যিশুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই নীলাঞ্জনা সবার আগে নিজের নামের পাশ থেকে যিশুর পদবী মুছে ফেলেন। দুই মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করেন তিনি। যিশু সেনগুপ্ত নাকি মুম্বাইতে তার সহকারীর প্রেমে পড়েছেন। তার নাম শিনাল সুর্তি। এমনকি তারা নাকি লিভ ইনেও থাকছিলেন বলে শোনা গিয়েছিল। স্বামীর এই সত্যিটা জানতে পেরে নীলাঞ্জনা প্রথমে খুবই ভেঙে পড়েন। কিন্তু পরে শক্ত হয়ে ঘুরেও দাঁড়িয়েছেন তিনি।

 Jisshu Sengupta And Nilanjana Sharma

যিশুর শেষ চিহ্নটুকু মুছে ফেললেন নীলাঞ্জনা

নামের পদবীর পর এবার নিজের শরীর থেকে যিশুর নামটাও সরিয়ে ফেললে নীলাঞ্জনা। শিবরাত্রিতে তিনি তার ঘাড়ের একটি নতুন ট্যাটুর ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ঘাড়ে মহাদেবের ছবি আঁকিয়েছেন তিনি। যেখানে আগে যিশুর নাম লেখা ছিল। এখন থেকে তিনি আর যিশুর স্ত্রী নন। দুই মেয়ে নিনি আর চিনিই তার সব থেকে আপনজন।

আরও পড়ুন : সিনেমার থেকে কম নয় যীশু-নীলাঞ্জনার প্রেম কাহিনী! এই কারণেই ভাঙছে বিয়ে

আরও পড়ুন : কেন স্বামীর সঙ্গে থাকেন না স্বস্তিকা? অভিনেত্রীর স্বামী আসলে কে?

উল্লেখ্য সম্পর্ক ভাঙার পর বলিউডে এরকম ট্রেন্ড কিন্তু আগেও বহুবার দেখা গিয়েছে। তারকারা সম্পর্কে জড়িয়ে শরীরে তাদের সঙ্গীর নাম লেখান। তারপর সম্পর্ক ভাঙলে সেই নাম মুছে ফেলেন। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও রণবীর কাপুরের নাম লিখিয়েছিলেন তার ঘাড়ে। পরে সেই নাম মুছে ফেলে নিজের সংস্থা ৮২.F লেখেন তিনি। দক্ষিণী অভিনেত্রী সামান্থাও তার স্বামী নাগা চৈতন্যর নাম লিখিয়েছিলেন শরীরের তিন জায়গায়। আজ তাদের কোনও সম্পর্ক নেই। নাগা এখন শোভিতা ধুলিপালার স্বামী। তাই সামান্থা এখন মনে করেন ভালোবাসা যতই থাকুক, শরীরে সঙ্গীর নাম লেখানোটা বোকামি ছাড়া আর কিছু নয়।