নুসরাত জাহানের (Nusrat Jahan) প্রাক্তন স্বামীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন টলিউডের (Tollywood) এই অভিনেত্রী। অবশেষে খোলামেলা প্রেম স্বীকার করে নিলেন নিখিল জৈন (Nikhil Jain) এবং তার নতুন প্রেমিকার সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)।
বিগত বেশ কিছুদিন ধরেই সৌরসেনীর সঙ্গে নিখিলের প্রেম নিয়ে চর্চা চলছে। নিখিলের শাড়ির ব্র্যান্ডের প্রচারের মুখ হয়েছিলেন সৌরসেনী। সেই থেকেই নাকি তাদের আলাপ। ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তাদের আলাপ জমে। তারপরই তাদের প্রেম নিয়ে কানাঘুষো শুরু হয়। তবে এতদিন গোপন কথাটি গোপনেই রেখেছিলেন দুজনে। বর্ষবরণের রাতে খুলে গেল সব আগল।
নতুন বছরের প্রথম রাতেই নিখিলের বাহুলগ্না হলেন সৌরসেনী। সোশ্যাল মিডিয়াতে তারা যে ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে একে অপরের চোখের মধ্যে ডুবে গিয়েছেন দুজনে। এদিন নিখিলের পরনে ছিল কালো ব্লেজার স্যুট ও সৌরসেনী পরেছিলেন ঝলমলে অফ সোল্ডার। এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “হ্যালো ২০২৫, তোমাকে ও হ্যালো, নিখিল।” অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেমে সীলমোহর দিলেন নিখিল এবং সৌরসেনী। এখন অনুরাগীদের একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন এই জুটি?
আরও পড়ুন : বিয়ে করলেন তারক মেহেতার ছোট্ট সোনু! দেখুন বিয়ের ফটো অ্যালবাম
আরও পড়ুন : বিয়ে করলেন আরমান মালিক! পাত্রী কে? দেখুন বিয়ের ফটো অ্যালবাম
নিখিলের প্রাক্তন নুসরাত জাহান কিন্তু কয়েক বছর আগেই নতুন সংসার শুরু করেছেন যশ দাশগুপ্তের সঙ্গে। ২০১৯ সালে নিখিল এবং নুসরাতের বিয়ে হয়। বিয়ের এক বছরের মধ্যে করোনাকালেই আলাদা হন এই জুটি। নিখিলকে ডিভোর্স দেওয়ার আগেই যশের প্রেমে পড়েন নুসরাত। এমনকি নিখিলকে বিয়ের কথাও অস্বীকার করেন তিনি। বিগত ৪ বছর ধরে যশের সঙ্গেই সুখে সংসার করছেন নুসরাত। আর এদিকে সৌরসেনীর সঙ্গে নতুন দুনিয়া গড়ার স্বপ্ন দেখছেন নিখিল।