স্টার জলসা হোক অথবা জি বাংলা, এখন কোন চ্যানেলেরই ধারাবাহিক ১ বছরের বেশি চলে না। কোনোটি ৩ মাসে বন্ধ হয়ে যায় কোনোটি আবার টেনেটুনে ৬ মাস চলে। টিআরপি রেটিং কম হলেই ধারাবাহিকগুলিকে বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল কর্তৃপক্ষ। বদলে আসে নতুন সিরিয়াল। এবার স্টার জলসায় (Star Jalsha) আসতে চলেছে এমনই একটি নতুন সিরিয়াল ‘বোধন’ (Bodhon), যেখানে আপনি দেখতে পাবেন নতুন এক সুন্দরী নায়িকাকে।
গতবছর থেকেই স্টার জলসায় বেশ কয়েকটি ধারাবাহিক বন্ধ করে নতুন ধারাবাহিক সম্প্রচার শুরু করা হয়েছে। গল্পের মধ্যে নতুনত্ব খুঁজে না পেলে অথবা কলাকুশলীদের অভিনয় পছন্দ না হলেই জনগণ ক্ষোভ উগরে দেন সেই সিরিয়াল অথবা চ্যানেল কর্তৃপক্ষের ওপর। তাই স্বাভাবিকভাবেই মানুষের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনা হয় টিভির পর্দায়।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, স্টার জলসা পর্দার জনপ্রিয় প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার তরফ থেকে আনা হবে একটি নতুন সিরিয়াল। ‘বোধন’ সিরিয়ালে মুখ্য ভূমিকায় আমরা অভিনয় করতে দেখব জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখকে। রেজওয়ান এর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন। তবে এই ধারাবাহিকে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে নতুন একটি মুখ।
জানা গেছে, স্টার জলসার এই নতুন সিরিয়ালে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করবেন নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু (Jyotirmoyee Kundu)। গত এক মাস ধরে লুক সেট চলছে বোধনের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই আমরা দেখতে পাবো এই সিরিয়ালটিকে। তবে ইতিমধ্যেই অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন জনগণ।
প্রসঙ্গত, আসন্ন এই সিরিয়ালের নায়িকা পেশায় একজন সাংবাদিক। সিরিয়ালে দেখানো হবে, নায়িকা একবার শ্লীলতাহানির শিকার হয়েছেন। সেই ঘটনার পর থেকেই সে কোনভাবেই কোন ছেলেদের সহ্য করতে পারে না। বিশ্বাস করতে পারে না কোন ছেলেকে। এরপর ঘটনাচক্রে নায়িকা আসবেন কলকাতার বালিগঞ্জে। আর সেখানেই দেখা হবে নায়কের সঙ্গে।
আরও পড়ুন : পার্শ্বচরিত্র থেকে সোজা নায়িকা! নতুন এই সিরিয়াল নিয়ে আসছেন ‘গাঁটছড়া’র গঙ্গা
আরও পড়ুন : চাকরি ছেড়ে অভিনয়ে এসে অবিরাম জুটছে অভিশাপ! ‘বাবুউউ’র মা হয়ে রাস্তাঘাটেও ভুগছেন অরিজিতা
আপাতত জোর কদমে চলছে সিরিয়ালের প্রমো শুটের কাজ। বোঝাই যাচ্ছে, খুব শীঘ্রই এই ধারাবাহিক থেকে টিভির পর্দায় আনতে চলেছে স্টার জলসা। তবে ‘বোধন’ ধারাবাহিকটি কার পরিবর্তে সম্প্রচারিত হবে, সেটা এখনো জানা যায়নি।