২০২৫ সালে মুক্তি পাবে বলিউডের এই ১০টি কমেডি সিনেমা

২০২৫ সাল হতে চলেছে বলিউডের ঘুরে দাঁড়ানোর বছর। অ্যাকশন, থ্রিলার থেকে হরর, কমেডি, একগুচ্ছ সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড। আজ আপনাদের জানাবো ২০২৫ সালে কোন কোন কমেডি সিনেমা মুক্তি পাবে সেই নামগুলো। বলিউডের এই ১০ টি কমেডি সিনেমা এখন মুক্তির দোরগোড়ায়। দেখে নিন এক নজরে।

হাউসফুল ৫ : ৬ই জন মুক্তি পেতে চলেছে বলিউডের সুপার হিট কমেডি সিরিজ হাউসফুল এর পরবর্তী অর্থাৎ পঞ্চম পার্ট। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, কৃতি সানন, কৃতি খরবন্দা, সৌন্দর্য শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজ, নানা পাটেকার, ফারদিন খান এবং অন্যান্যরা।

 Jolly LLB 3

জলি এলএলবি ৩ : এই সিনেমাটি মুক্তি পাবে ১৯শে সেপ্টেম্বর। অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ার্শি, সৌরভ শুক্লা, অর্জুন পাঞ্চাল, অমৃতা রাও, হুমা কুরেশি এবং অন্যান্যরা।

সন অফ সর্দার ২ : এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ শে জুলাই। এর প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ২০১২ সালে। প্রায় ১৩ বছর পর মুক্তি পাচ্ছে এই সিনেমার দ্বিতীয় পার্ট যেখানে অভিনয় করবেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, ম্রুণাল ঠাকুর, শাহিল মেহতা।

 Good Bad Ugly

গুড ব্যাড আগলি : ২০২৫ সালের ১০ই এপ্রিল মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এটি একটি তামিল সিনেমা। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অজিত কুমার, তৃষা কৃষ্ণান, শ্রীলীলা এবং অন্যান্যরা।

রাজা সাহেব : প্রভাসের এই সিনেমাটি এ বছরই মুক্তি পাবে। তবে মুক্তির দিনক্ষণ জানা যায়নি এখনও। এই সিনেমায় অন্যান্য ভূমিকাতে থাকবেন মালবিকা মহানন, সঞ্জয় দত্ত, নিধি আগরওয়ালকে।

 De De Pyaar De 2

দে দে পেয়ার দে ২ : ২০২৫ সালের মে মাসের ১ তারিখে মুক্তি পাবে অজয় দেবগন, রকুল প্রীত সিংয়ের এই সিনেমাটি। এই সিনেমার প্রথম পার্ট দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। অজয় এবং রকুল ছাড়াও থাকবেন টাবু, আর মাধোবন, অর্জুন পাঞ্চাল।

ওয়েলকাম টু জঙ্গল : এই সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে তবে দিনক্ষণ জানানো হয়নি। ওয়েলকাম সিরিজের পরবর্তী পার্ট এটি। মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার, দিশা পাটানি, রবীনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত, লারা দত্ত, সুনীল শেট্টি এবং অন্যান্যরা।

আরও পড়ুন : ২০২৫ এ মুক্তি পাবে হলিউডের এই ১০ মাস্টারপিস সিনেমা

Love Insurance Kompany

লাভ ইন্সুরেন্স কোম্পানি : এই তামিল সিনেমাটিও এই বছর মুক্তির অপেক্ষায় রয়েছে। এটিও একটি কমেডি সিনেমা যেখানে অভিনয়ে রয়েছেন প্রদীপ রঙ্গনাথন, কৃতি শেট্টি।

আরও পড়ুন : ২০২৫ -এ মুক্তি পাবে জনপ্রিয় এই ৯ ওয়েব সিরিজের নতুন সিজন

ডোমেনিক এন্ড দা লেডিস পার্স : এই সিনেমাটি জানুয়ারি মাসের ২৩ তারিখে মুক্তি পেয়েছে। এটি একটি মালায়ালাম সিনেমা যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন মামুট্টি, সুস্মিতা ভাট, মিনাক্ষী, গোকুল সুরেশ, গৌতম বাসুদেব মেনান এবং অন্যান্যরা।

নীলাভুকু এন মেল এন্নাদি কোবাম : ২১শে ফেব্রুয়ারি এই তামিল সিনেমাটি মুক্তি পেয়েছিল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাভিস, রম্যা রঙ্গোনাথন, প্রিয়া প্রকাশ ওয়ারিয়র এবং অন্যান্যরা।