এতদিন পুলিশের বিরুদ্ধে জরিমানার নামে ঘুষ নেওয়ার বহু অভিযোগ তুলেছেন গাড়ির মালিকেরা। দুই চাকা হোক বা চার চাকা, ট্রাফিক আইন উলঙ্ঘন করলে পুলিশ জরিমানার চালান কাটে এটাই নিয়ম। তবে অনেক সময় বেআইনিভাবে পুলিশ ক্যাশ টাকা নিয়ে ঘুষও খায় এমন অভিযোগও উঠেছে। এবার ট্রাফিক চালান থেকে নো অবজেকশন সার্টিফিকেট, পুলিশের ঘুষ খাওয়া রুখে দিল পশ্চিমবঙ্গ সরকার। এল এক নতুন সিস্টেম।
নতুন পোর্টাল আনলো পশ্চিমবঙ্গ সরকার
যানবাহন নিয়ন্ত্রণ থেকে চালান পেমেন্ট এবং ট্রাকিং প্রক্রিয়াকে আরও বেশি সহজ এবং পেপারলেস করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবার এক বিশেষ ব্যবস্থা নিল। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে জরিমানা অনলাইনেই দেবেন গাড়ির মালিকেরা। অনলাইন থেকে তারা মাত্র কয়েক মিনিটের মধ্যে নো অবজেকশন সার্টিফিকেটও পেয়ে যাবেন।
কবে থেকে চালু হবে এই নিয়ম?
শুধু প্রাইভেট নয়, যাদের কাছে কমার্শিয়াল যানবাহন রয়েছে, তারাও রাজ্য সরকারের এই নতুন পোর্টাল মারফত স্বচ্ছতার সঙ্গে মাত্র কয়েক মিনিটের মধ্যেই চালান কেটে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে যাবেন। তার জন্য কলকাতা পুলিশ এবং পরিবহন দপ্তর নতুন ইউনিফায়েড চালান সিস্টেম চালু করবে। এতে রেজিস্ট্রেশন থেকে লাইসেন্সিং, পরবর্তীতে গাড়ির স্ট্যাটাস চেকিংও একটি পোর্টাল মারফত হয়ে যাবে।
আরও পড়ুন : ড্রোন-মিসাইল উড়ে এলে এলার্ট পাবেন মোবাইলেই! অন রাখুন এই সেটিংস
আরও পড়ুন : ঘরে বসে ৫ মিনিটে বানিয়ে ফেলুন পাসপোর্ট! আবেদন করুন এইভাবে
কী কী সুবিধা হবে?
এই নতুন সিস্টেমের ফলে চালানের টাকা সরাসরি সরকারের কোষাগারে জমা হবে। জরিমানা দেওয়ার জন্য অফলাইনে কোথাও যেতে হবে না। শুধু নতুন চালান পেমেন্ট করা নয়, আগের কোনও চালান বাকি থাকলেও নতুন এই পোর্টাল মারফত পেমেন্ট হয়ে যাবে। অর্থাৎ যাদের ফিটনেস সার্টিফিকেট কিংবা ড্রাইভিং লাইসেন্সের কাজ আটকে আছে তারাও নতুন পোর্টাল মারফত সহজেই পেমেন্ট করে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে যাবেন।