টাকার লোভে বাচ্চার শৈশব নষ্ট করছে বাবা-মা! ফুগলার কান্না দেখে নেটিজেনদের চোখে জল

টাকার লোভে বাচ্চাদের জোর করে শুটিং করাচ্ছে সিরিয়ালগুলো! প্রতিবাদে সোচ্চার নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ার দৌলতে বাচ্চা থেকে বৃদ্ধ অনেকেই এখন সেলিব্রেটি। ফেসবুকে ভাইরাল হওয়া এরকমই এক খুদে তারকা হল ফুগলা (Fugla)। কয়েক বছর আগে লকডাউনের সময় ছোট্ট ফুগলার ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর থেকেই সে সোশ্যাল মিডিয়া স্টার। আর এখন তো আবার ফুগলা অভিনয় করছে সিরিয়ালেও। বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে ফুগলাকে। কিন্তু সেই অভিনয়ই তার কাল হল। কাজের চাপে তার মানসিক শান্তি নষ্ট হতে বসেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফুগলা এবং তার আন্টির আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে আন্টির বাড়ি থেকে শুটিংয়ে যেতে চাইছে ফুগলা। রীতিমতো কান্নাকাটি করছে সে। তার অভিযোগ রবিবারও তাকে জোর করে শুটিংয়ে পাঠানো হচ্ছে। তাকে নাকি অনেকক্ষণ বসিয়ে রাখা হয় শুটিংয়ে। ছোট্ট শিশুর এমন মন খারাপ করা ভিডিও দেখে বেশ কষ্ট পেয়েছেন তার ভক্তরাও।

fugla

বরাবরই তাকে বেশ পছন্দ করেন নেটিজেনরা। হরগৌরী পাইস হোটেলেও তার আগমন দেখে খুশি হয়েছিলেন দর্শকরা। কিন্তু মাত্র কয়েকদিন শুটিংয়ে গিয়েই কান্নাকাটি জুড়েছে ফুগলা। সে বারবার তার আন্টির কাছে অনুরোধ করছে তাকে যেন শুটিংয়ে না পাঠানো হয়।

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে। রীতিমত কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে কমেন্ট বক্সে। সকলেই এতটুকু বাচ্চাকে তার অনিচ্ছা সত্ত্বেও এইভাবে কাজ করানোর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। প্রশ্ন তুলছেন তার বাবা-মায়ের দিকে। কেউ কেউ বলছেন ফুগলার সঙ্গে দিল্লির রাস্তার ধারে ধাবায় কাজ করার সেই শিশু শ্রমিকদের পার্থক্য কিছুই নেই!

PHUGLA

কেউ লিখছেন, এইভাবে কত শৈশব নষ্ট হয়ে যাচ্ছে। বাবা-মায়েদের উচিত এটা বোঝা। কেউ লিখছেন, ‘‘ফুগলার মনের ইচ্ছাকে গুরুত্ব দেওয়াটাই দরকার। শিশুর উপর জোর করে সিরিয়াল শুটিং-এর বোঝা না চাপানোই ভালো। ওর অভিভাবক হলে আমি এটাই করতাম।” ফুগলার এই ভিডিও দেখে অনেকেরই চোখে জল এসেছে। তারা এক বাক্যে লিখছেন ফুগলার মনের ইচ্ছাকে আগে প্রাধান্য দেওয়া উচিত। ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে যেন পাঠানো না হয় শুটিংয়ে।

আরও পড়ুন : দীপা, পর্ণা সবাই ফেল! দর্শকদের বিচারে বাংলা সিরিয়ালের সেরা নায়িকা কে?

PHUGLA

আরও পড়ুন : ১০ বছর এগিয়ে যাবে গল্প! বড় হয়ে যাবে সোনা-রুপা, অনুরাগের ছোঁয়াতে আসছে নতুন টুইস্ট

উল্লেখ্য, বাংলা সিরিয়ালে বরাবরই শিশু শিল্পীদের বেশ চাহিদা রয়েছে। আর্শিয়া মুখার্জী (ভুতু), হিয়া দে (পটল), সৃষ্টি মজুমদার (রুপা), অয়ন্যা চ্যাটার্জী (কমলা), ধৃতিষ্মান চক্রবর্তী (শাক্য), অনুমেঘা কাহালি (মিষ্টি), সাম্প্রতিকালে অভিনয় গুনে এরা সকলেই জনপ্রিয়তা পেয়েছেন। তবে জনপ্রিয়তার লোভে শুটিংয়ের চাপ চেপে বসছে না তো শিশুশিল্পীদের শৈশবের উপর? ফুগলার এই ভিডিও আরও একবার সেই প্রশ্নই তুলল।