সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে দারুণ সুখবর রয়েছে সিনেমা ও সিরিজের ভক্তদের জন্য। একগুচ্ছ নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ এবার বাড়িতে বসেই ওটিটিতে দেখতে পারবেন। নেটফ্লিক্স আনলো হরর, সাসপেন্স থেকে কমেডি-ড্রামার উপর একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ এবং সিনেমা। কবে কোনটা মুক্তি পাবে? দেখে নিন।
মনস্টার (Monsters: The Lyle and Erik Menendez Story) : এই ওয়েব সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই সিরিজে মেনেনডেজ ভাইদের গল্প বলা হবে। ১৯৮৯ সালে তারা তাদের বাবা-মাকে হত্যা করেছিল। আগামী ১৯ শে সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হাড় হিম করা এই সিরিজ।
দিজ থ্রি ডটার্স (These Three Daughters) : এই সিরিজে তিন বোনের গল্প দেখানো হবে। যারা তাদের অসুস্থ বাবার সঙ্গে দেখা করতে নিউইয়র্ক আসবে। শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজটি।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো (The Great Indian Kapil Show) : কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২ শুরু হচ্ছে ২১ শে সেপ্টেম্বর থেকে। প্রথম দিনের এপিসোডে উপস্থিত থাকবেন আলিয়া ভাট, ‘দেবরা পার্ট ওয়ান’ এর কাস্টিংরা এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।
হোয়াট নেক্সট? দ্য ফিউচার উইথ বিল গেটস (What Next? The Future With Bill Gates) : এটি একটি ডকুমেন্টারি ওয়েব সিরিজ। বিল গেটসের ভবিষ্যৎ নিয়ে কথা বলা হবে এখানে। এআই থেকে গ্লোবাল ওয়ার্মিং এর মত একাধিক বিষয় উঠে আসবে এই সিরিজে।
ইভিল ডেড রাইস (Evil Dead Rise) : আমেরিকান এই হরর সিনেমাটি এই সপ্তাহেই মুক্তি পাবে। শনিবার অর্থাৎ ২১ শে সেপ্টেম্বর মুক্তির দিন রয়েছে।
আরও পড়ুন : এই সপ্তাহের টিআরপিতে বিরাট পরিবর্তন! কে হল বেঙ্গল টপার?
আরও পড়ুন : আসছে দু-দুটি নতুন সিরিয়াল! বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
এছাড়াও মুক্তির তালিকায় আছে লাইভ ফ্রম দা আদার সাইড উইথ টাইলার হেনরি, মুক্তি পেয়েছে ১৮ই সেপ্টেম্বর। ১৬ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে গ্রেভ টর্চার। ১৮ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এক্স, ১৬ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে আনসাং হিরো।