Neem Phuler Modhu Fame Krishna Aka Arijita Mukherjee Singing Viral On Internet : ২০২২ সালের শেষে শুরু হয়েছে জী বাংলা (Zee Bangla) -তে ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) ধারাবাহিক। মাস তিনেকের মধ্যেই এই ধারাবাহিক টলিউড (Tollywood) – এর টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। শাশুড়ি-বৌমার সম্পর্কের টানাপোড়েন পছন্দ করছে দর্শক। এই ধারাবাহিকে পর্ণার শাশুড়ি দর্শকমহলে বাবুর মা নামেই পরিচিত। আর এবার সেই বাবুর মায়ের অর্থাৎ অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee) গলায় গান শুনে মুগ্ধ হয়ে গেলেন নেটিজেনরা।
নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণার শাশুড়ি আর জায়ের মধ্যে উপর উপর যতই মিষ্টি মধুর সম্পর্ক থাক না কেন, ছোট জায়ের কূটকচালি মোটেই পছন্দ করেন না তার জেঠিশাশুড়ি। অন্যদিকে সারাক্ষণ নায়িকাকে জব্দ করতে ব্যস্ত তার তুতো জা। কিন্তু পর্দার পিছনে তাদের যে দারুণ সখ্য! একসঙ্গে হইহই করে সময় কাটান সেটাই এদিন দেখা গেল।
দিন কয়েক আগে ‘নিম ফুলের মধু’র মৌমিতা তথা অভিনেত্রী মানসী সেনগুপ্ত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, মেক আপ রুমে নাচ-গানের আসর বসিয়েছেন দত্ত পরিবার। একটি বেঞ্চে বসে রয়েছেন অরিজিতা মুখোপাধ্যায়, ওরফে পর্ণার শাশুড়ি। তার হাতে একটি ঘুঙুর। গাইছেন জনপ্রিয় বাংলাদেশি গান ‘মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে…’
আর পিছনে দাঁড়িয়ে আছেন মানসী সেনগুপ্ত এবং তনুশ্রী গোস্বামী। ঠিক দাঁড়িয়ে নেই একজন নাচছেন এবং আরেকজন গাইছেন। কিছু পর মানসীর সঙ্গে তার শাশুড়ি মা তনুশ্রীকেও নাচ করতে দেখা যায়। এই ভিডিয়ো পোস্ট করে মানসী লেখেন, ‘কাজের ফাঁকে। শেষ পর্যন্ত দেখবেন আমার অতি উৎসাহী শাশুড়িমাকে।’ তবে দত্ত বাড়ির তিন বৌয়ের এই পারফরম্যান্স দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের।
অনেকেই মানসীর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘আমাদের বাংলাদেশের ভাইরাল গান তাসরিফ ভাইয়ের গাওয়া, অনেক সুন্দর হয়ছে আপনাদেরটাও।’ আরেকজনের মতে, ‘বাহ উনি তো বেশ ভালো গান করেন।’ বাবুর মায়ের ওরফে অরিজিতার তারিফে কমেন্ট বক্স এদিন উপচে পড়ে।
আরও পড়ুন : ‘বিছানায় হাতেনাতে ধরেছি…’, সোমির সঙ্গে ঘনিষ্ঠ সালমানকে হাতেনাতে ধরেন সঙ্গীতা
আরও পড়ুন : ‘জওয়ান’-এ মেট্রোর সেট কীভাবে তৈরি করা হয়েছে? দেখুন ছবিগ্যালারি
প্রসঙ্গত নিম ফুলের মধু ধারাবাহিকটি জি বাংলায় দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় আছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। বাংলা টেলি দুনিয়ার সেই একঘেয়ে পরকীয়া-কুটকচালির ভিড়ে একান্নবর্তী পরিবারের গল্প দেখিয়ে দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল।