ফের কাটলো মাথার তার, ইশাকে টাইট দেবে পর্ণা! এলো জমজমাট প্রমো

বাংলা টেলিভিশনে যে সমস্ত সিরিয়ালগুলি এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের চাহিদা যে মানুষের মধ্যে ভীষণ, তা বেশ বোঝা যায় ধারাবাহিকটির টিআরপি দেখে। প্রতিনিয়ত হুহু করে বাড়ছে এই ধারাবাহিকের টিআরপি। এবার সৃজন এবং পর্নার বিয়ের পর এমন একটি পদক্ষেপ নিল পর্না, যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে সৃজনের মা কৃষ্ণা সৃজনকে ঈশার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সমস্ত তোড়জোড় করতে শুরু করে আর অন্যদিকে গোটা দত্ত বাড়ি পর্নার নকল বিয়ে দেওয়ার জন্য একটি ফন্দি আটে যা জানতে পারে না সৃজন। বিয়ের দিন যখন কার্তিক জোর করে সিঁদুর তুলতে যায় তখন পর্না ‘সৃজন বাঁচাও’ বলে চিৎকার করে আর ঠিক সেই সময় সৃজন নিজের বিয়ের পিঁড়ি ছেড়ে নকল বরকে একটি কষিয়ে থাপ্পড় মেরে পর্নার সিথিতে সিঁদুর দিয়ে দেয়।

Neem Phooler Madhu

পর্না এবং সৃজন বিয়ে করার পর দত্ত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সৃজনের জেঠু কিছুটা ধাওয়া করলেও তাদের ধরতে পারেনি। আজকের পর্বে আমরা দেখতে পাব সৃজন এবং পর্না যখন বাড়ি থেকে অনেকটা দূর একান্তে সময় কাটানোর সময় সৃজন পর্ণাকে জানিয়ে দেবে যে কিভাবে ইশা তার ঘরে এক রাত কাটিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। সৃজন নিরাপরাধ হলেও ইশা তার নামে বদনাম করছে। সৃজন ভেবেছিল, স্ত্রীকে সবকিছু বলার পর হয়তো পর্না তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ব্যাপারটা হবে একেবারে উল্টো।

স্বামীর প্রতি পর্নার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা থাকার ফলেই সে সৃজনকে বিশ্বাস করবে এবং অগ্নিসাক্ষী করে শপথ নেবে, সৃজনের চরিত্রে যে দাগ লাগানো হয়েছে তা সে ঘুচিয়ে দেবেই। আগুনের উপর হাত রেখে প্রতিজ্ঞা করার সময় পর্না বলবে, “আমি আলোকপর্না দত্ত, প্রতিজ্ঞা করছি আমার স্বামীর চরিত্রে যে মিথ্যে কলঙ্কের দাগ লাগানো হয়েছে, তার কঠিন প্রতিশোধ নেব আমি।”

Neem Phooler Madhu

অভিনেত্রীর এই সিদ্ধান্ত নেওয়া দেখে রীতিমতো উচ্ছসিত হন ভক্তরা। সত্যিই একজন যোগ্য স্ত্রীর মতোই কাজ করেছে পর্না, এমনটাই মনে করছেন সকলে। আবার অনেকে এও বলছেন, এই একই অপবাদ যদি স্ত্রীর নামে দেওয়া হতো, তাহলে হয়তো সৃজন তার স্ত্রীর পাশে থাকত না। আর এটাই পার্থক্য একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে।

আরও পড়ুন : নায়িকা হওয়ার যোগ্যতা সত্বেও পার্শ্বচরিত্রই পান! ননদ-বৌদির চরিত্রেও মন জিতছেন ‘মিষ্টি বৌদি’ রাজন্যা

Neem Phooler Madhu

আরও পড়ুন : পার্শ্বচরিত্রেও মুগ্ধ করতেন দর্শকদের, কোথায় হারিয়ে গেলেন ‘সুবর্ণলতা’র প্রকাশ?

তবে ইশাকে জব্দ করার জন্য পর্নাকে আরো একবার মুখোমুখি হতে হবে তার শাশুমার সঙ্গে। এই যুদ্ধে একজন স্বামী হিসেবে নাকি একজন ছেলে হিসাবে সৃজন তার স্ত্রীর পাশে দাঁড়াবে সেটাই এখন দেখার। তবে টানটান সাত দিনের এই পর্বে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের টিআরপি যে উর্ধ্বগামী হবেই তা বলাই বাহুল্য।