জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। টিআরপি দিক থেকে বেশ ওপরের দিকেই থাকে এই ধারাবাহিকটির নাম। সৃজন এবং পর্নার দাম্পত্য জীবনে একের পর এক আসে সমস্যা আর তা নিজের বুদ্ধি দিয়ে সমাধান করে পর্না। এবার সৃজনের ব্যবসা ছাড়খার করে দেওয়ার জন্য গোডাউনে আগুন লাগিয়ে দেয় ইশা। স্বামীর এই ক্ষতি মেনে নিতে না পেরে ইশাকে কী শাস্তি দেবে পর্না?
পর্ণার চরম শত্রু ইশা
বিয়ের পর থেকেই একের পর এক শত্রুর সঙ্গে লড়াই করতে হচ্ছে পর্নাকে। শাশুড়ি কৃষ্ণা দেবী তো রয়েছেই, তার সঙ্গেও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ পর্নার বিরুদ্ধে কথা বলেন সব সময়। এতদিন মৌমিতা এবং তিন্নি ছিল ধারাবাহিকের প্রধান খলচরিত্র। এবার সেই তালিকায় নাম জুড়েছে ইশার।
সৃজনের চরম ক্ষতি করে দেয় ইশা
যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন, এখন পর্নার প্রধান প্রতিদ্বন্দ্বী হল ইশা। পর্ণাকে বিপদে ফেলার জন্য সব সময় পরিকল্পনা করে চলেছে সে। শুধু ব্যক্তিগত নয়, সৃজন এবং পর্নার ক্যারিয়ার এবং তাদের স্বপ্নকে ধ্বংস করার জন্য কিছু না কিছু করে চলেছে ইশা।
এই মুহূর্তে ইশা ছাড়াও পর্নার চরম শত্রু হল মন্ত্রীর ছেলে। এই মন্ত্রীর ছেলের সঙ্গে হাত মিলিয়েই সৃজনের ব্যবসাকে ছারখার করে দেয় ইশা। সৃজনের শাড়ির গোডাউনে আগুন লাগিয়ে দেয় ইশা। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে ভীষণভাবে ভেঙে পড়ে সৃজন। কিন্তু পর্না বুঝতে পারে কে এই কাজ করেছে।
ইশাকে কড়া হুমকি দেয় পর্ণা
সৃজনের এই দুঃসময় সুজনকে সান্ত্বনা দিয়েই পর্না চলে যায় ইশার কাছে। ইশাকে গিয়ে সে প্রশ্ন করে, “কেন সে এই কাজ করলো?” ইশা প্রথমে নাটক করে বলে, “সে কিছুই করেনি।” এরপর ইশাকে পর্না বলে, “এতদিন সে যা যা করেছে তার জন্য ভুগতে হয়েছে পর্ণাকে। এবার সে যা যা করেছে তার জন্য ভুগতে হচ্ছে সৃজনকে।”
পর্না আরো বলে, “সৃজন খুব কষ্ট পাচ্ছে, সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার মাথার তার কেটে গেছে, আমি এর শেষ দেখে ছাড়বো।” পর্নার এই কথা শুনে ইশা বলে, “আমি যে আগুন লাগিয়েছি, কী প্রমাণ তার? যদি পুলিশের কাছে প্রমাণ করতে পারিস, তাহলে পুলিশ আমায় অ্যারেস্ট করুক। এর আগে আমায় বিরক্ত করবি না।”
আরও পড়ুন : ১০ বছর এগিয়ে যাবে গল্প! বড় হয়ে যাবে সোনা-রুপা, অনুরাগের ছোঁয়াতে আসছে নতুন টুইস্ট
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসলেন শিমুলের ননদ ‘তুতুল’! পাত্র জনপ্রিয় অভিনেতা, রইল ছবি
ইশাকে শাস্তি দেবে পর্ণা
ইশার এই কথা শুনে পর্না বলে, “আমি প্রমাণ করবই। আগুন নিয়ে খেলছিস তুই, আর সেই আগুনে তুই মরবি।” এবার দেখার পালা, ইশাকে কী করে শাস্তি দেবে পর্না? আদৌ কি সে পারবে ইশাকে শাস্তি দিতে? দেখা যাক।