হয়ে গেল অন্তিম শুটিং! ২ বছরের মাথায় বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

অবশেষে জল্পনাই সত্যি হলো। বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু। বিগত বেশ কিছুদিন ধরেই এই সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। ২২ শে ফেব্রুয়ারি এই সিরিয়ালের শেষ শুটিং হয়ে গেল। সিরিয়াল বন্ধ হয়ে যাওয়াতে ভীষণ মন খারাপ নায়ক রুবেল দাসের। সৃজনের চরিত্রে এতদিন অভিনয় করছিলেন তিনি। খুব শীঘ্রই নিম ফুলের মধুর জায়গা নেবে নতুন সিরিয়াল।

কবে শেষ হবে নিম ফুলের মধু?

২০২২ সালে নভেম্বর মাসের নিম ফুলের মধুর শুটিং শুরু হয়েছিল। পল্লবী শর্মা এবং সৃজন দাসের এই সিরিয়াল প্রথম থেকেই খুব পছন্দ করেছিলেন দর্শকরা। বেশ দীর্ঘ সময় ধরে টিআরপি টপার হয়েছিল এই সিরিয়াল। তবে স্লট চেঞ্জ হওয়ার পর এই সিরিয়ালটির টিআরপি কমতে থাকে। তারপর থেকেই বারবার সিরিয়াল বন্ধের খবর শোনা যাচ্ছিল। শুক্রবার সিরিয়ালের শেষ শুটিং সম্পন্ন করলেন কলাকুশলীরা। মার্চ মাসের প্রথম দিকেই এই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে।

 Neem Phooler Madhu

সুখবর দিলেন রুবেল দাস

নিম ফুলের মধু বন্ধ হয়ে যাওয়াতে খুবই মন খারাপ রুবেলের। একই সঙ্গে মন খারাপ তার ভক্তদেরও। তবে রুবেলের ভক্তদের জন্য রয়েছে একটি সুখবর। খুব শীঘ্রই জি বাংলাতে নতুন একটি সিরিয়ালের হাত ধরে ফিরবেন রুবেল। বাইশে ফেব্রুয়ারি নিম ফুলের মধুর অন্তিম শুটিং করলেন তিনি। তার আগে একুশে ফেব্রুয়ারি তার সেই নতুন সিরিয়ালের প্রোমো শুটিং হল।

আরও পড়ুন : বেঙ্গল টপার নয়, তবুও পেল ২২ টি পুরস্কার! রেকর্ড গড়লো স্টার জলসার সিরিয়াল

RUBEL AND MOHANA

আরও পড়ুন : এবার হু হু করে বাড়বে টিআরপি! এই বাংলা সিরিয়ালের শুটিং হবে মহাকুম্ভে

আসছে রুবেল দাসের নতুন সিরিয়াল

পরিচালক তথা প্রযোজক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালে দেখা যাবে রুবেলকে। এই ধারাবাহীকে তার বিপরীতে অভিনয় করবেন গৌরী এলো, কে প্রথম কাছে এসেছি খ্যাত অভিনেত্রী মোহনা মাইতি। রুবেল এবং মোহনা দুজনেরই বেশ জনপ্রিয়তা রয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের মধ্যে। তাদের এই জুটি দর্শকদের মধ্যে ঠিক কতটা সাড়া ফেলতে পারে সেটাই এখন দেখার।