জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই সিরিয়াল এখন চ্যানেলের টপার সিরিয়ালগুলোর মধ্যে একটি। প্রতি সপ্তাহেই সেরা ৩ এর মধ্যে থাকে। শুরু থেকেই এমন জনপ্রিয়তা বজায় রাখতে পেরেছে পল্লবী শর্মা এবং রুবেল দাসের ধারাবাহিক। কিন্তু এবার শোনা যাচ্ছে নাকি বন্ধ হতে বসেছে ‘নিম ফুলের মধু’। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কবেই বা বন্ধ হবে সিরিয়ালটি?
বিগত প্রায় ২ বছরের বেশি সময় ধরে সসম্মানে চলেছে ‘নিম ফুলের মধু’। শুধু পর্ণা, সৃজন নয়, ধ্যাষ্টামো জেঠু, বাবুর মা, মৌমিতা, অয়ন, চয়ন, বর্ষা ইত্যাদি সকলেই এই সিরিয়ালের প্রাণ। বর্তমান সময়কালে যেখানে প্রত্যেকটি সিরিয়াল মাত্র কয়েক মাসে বন্ধ হয়ে যায় সেখানে কয়েক বছর ধরে সিরিয়াল টেনে নিয়ে যাওয়া মুখের কথা নয়। তার উপর আবার টিআরপিতে সেরা পজিশনে।
যতদূর জানা যাচ্ছে জি বাংলা ‘নিম ফুলের মধু’ শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পুজোর পরপরই বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল। শুনে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে দর্শকদের। এমনকি সিরিয়ালের কলাকুশলীরা পর্যন্ত মানতে পারছেন না এমন সিদ্ধান্ত। এত ভালো যেই সিরিয়াল প্রতি সপ্তাহে এত ভালো টিআরপি দিচ্ছে, তার এমন পরিণতি হবে কেন?
অভিনেতা রুবেল দাস এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, “গুঞ্জন আমার কানেও এসেছে। তবে অফিসিয়্যালি আমাদের কাছে এমন কোনও খবর নেই যে নিম ফুলের মধু শেষ হচ্ছে। আমরা পুজোর ব্যাঙ্কিং-এর জন্য শ্যুট করছি, এখন কাজের প্রচণ্ড চাপ। কিন্তু আজকাল কখন যে কী হয় সেটা তো বলা যায় না! শেষ হওয়ার চর্চার বিষয়টাও আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। হয়ত গল্প ফুরিয়ে এসেছে…’’।
তবে রুবেল জানিয়েছেন আগামী এক মাস কিন্তু ‘নিম ফুলের মধু’র গল্পে অনেক চমক আসবে। পর্ণার স্মৃতি ধীরে ধীরে ফিরছে। ইশাকে জব্দ করা যাবে। তার কথায়, “দর্শকরা তো অনেকদিন ধরেই আশা করেছিল যে পর্ণার স্মৃতি কবে ফিরবে! আস্তে আস্তে সেটা ফিরছে, সামনে অনেক চমক আছে। বিশ্বাস দর্শকরা পছন্দ করবেন। আপতত ইশাকে কীভাবে জব্দ করা যায়, সেটা নিয়েই এগোবে গল্প।”
আরও পড়ুন : ‘আনন্দী’ এসে কেড়ে নিল স্লট! বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল
আরও পড়ুন : প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি লিস্ট, সবাইকে টপকে বেঙ্গল টপার এই সিরিয়াল
যতদূর জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি জি বাংলাতে আরও বেশ কিছু নতুন সিরিয়াল আসবে। তাই পুরনো সিরিয়ালগুলোকে জায়গা ছেড়ে দিতে হবে। এই যেমন কিছুদিনের মধ্যেই বন্ধ হবে ‘কে প্রথম কাছে এসেছি’। তারপরেও একে একে পুরনো সিরিয়াল গুলো জায়গা নেবে নতুন সিরিয়াল।