গুরুত্ব কমছে বাবুর মায়ের! ‘নিম ফুলের মধু’ নিয়ে কী বললেন কৃষ্ণা?

অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay), জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে যাকে বাবুর মা নামে চেনেন সকলে। এই সিরিয়ালে পর্ণার দজ্জাল শাশুড়ি মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন অরিজিতা। তিনি এর আগে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। কিন্তু এত ভালো অভিনয় সত্ত্বেও এখন আর তেমনভাবে সিরিয়ালে গুরুত্ব পাচ্ছেন না অভিনেত্রী।

জি বাংলাতে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালটিতে কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন অরিজিতা। তার বয়সের অনুপাতে অনেকটাই বেশি বয়সের চরিত্রে অভিনয় করতে হচ্ছে তাকে। আদতে তিনি সিরিয়ালের নায়কের মা হলেও নায়ক রুবেল দাসের থেকে বয়সে বড় নন। দু বছর ধরে চলছে এই সিরিয়ালটি। বেশ ভালোই সাড়া পাচ্ছে দর্শকদের থেকে। অরিজিতাও দারুণ প্রশংসা পাচ্ছেন প্রথম থেকেই।

Neem Phooler Madhu

সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে তার চরিত্রটিকে নিয়ে বলতে গিয়ে অরিজিতা বলেছেন, “আশা ছিলই। জানতাম বড় কিছু হতে চলেছে। তাই ভয়ও ছিল। কতটা জাস্টিস করতে পারব জানতাম না। পরে লোকের কাছে আমি বাবুর মা হিসেবে পরিচিতি পেলাম।” এদিকে যত দিন যাচ্ছে কৃষ্ণার স্ক্রীন প্রেজেন্স কমে যাচ্ছে। গুরুত্ব কমছে চরিত্রের। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেত্রী।

তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, “দেখো, শিল্পীদের অনেক কিছু মানতে হয়, ছাড়তেও হয়। কৃষ্ণা চরিত্রের গুরুত্ব নয়, বলা ভালো সময় কমেছে। এর আগে আমি দুটো ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছি। ১৫ দিন, ১৫ দিন করে ভাগ করে নিয়েছি। ‘নিম ফুলের মধু’র ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি।”

আরও পড়ুন : গান বন্ধ অরিজিৎ সিংয়ের! আরজি করের প্রভাবে বড় ক্ষতি হল গায়কের

Neem Phooler Madhu

আরও পড়ুন : রাস্তায় হেনস্থার শিকার টলিউড নায়িকা! ফের তোলপাড় কলকাতা

অরিজিতা আরো বলেছেন, “নিম ফুলের মধু করতে গিয়ে আমি অনেক কাজ ছেড়েওছি। ছবির কাজও করতে পারিনি। সেটা নিয়ে যে একেবারে আফসোস নেই, তাও নয়। এই ধারাবাহিক আমাকে অনেককিছু দিয়েছে। তাই আফসোসগুলো পুষিয়ে গিয়েছে। এটা ইন্ডাস্ট্রির ধর্ম: যখন তোমার কাছে কাজ থাকে, তখন পরপর কাজ আসেও। আর যখন থাকে না, তখন পুরো ফাঁকা।”