অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানি বংশোদ্ভূত বলিউড নায়িকা নার্গিস ফাকরি। সম্প্রতি হাউজফুল নায়িকার বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহেই নার্গিসের বিয়েটা হয়েছে। তবে বিয়ের খবর জানাজানি হতে দেননি অভিনেত্রী। উনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিককে। নার্গিস কাকে বিয়ে করলেন জানেন? প্রকাশ্যে এলো তার স্বামীর পরিচয়।
নার্গিস ফাকরির স্বামী কে?
নার্গিস ফাকরি বিয়ে করেছেন টনি বেগকে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা। টনির জন্ম অবশ্য কাশ্মীরে। দীর্ঘ তিন বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। ২০২১ সালের শেষ দিকে তাদের সম্পর্কে সূত্রপাত হয়েছিল। ২০২৪ সালের শেষ দিকে নতুন বছরের উদযাপনে নার্গিস এবং টনি দুবাই গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন নার্গিসের প্রাক্তন প্রেমিক উদয় চোপড়াও।
নার্গিস ফাকরি এবং উদয় চোপড়া
বেশ কয়েক বছর আগে এই পাকিস্তানি বংশোদ্ভূত নায়িকা বলিউডে পা রাখেন। সেই সময় থেকে উদয় চোপড়ার সঙ্গে তার প্রেম শুরু হয়। যশরাজ চোপড়ার ছোট ছেলে উদয় অবশ্য বলিউডে সেভাবে সাড়া পাননি। নার্গিসের সঙ্গে তার সম্পর্কটাও খুব একটা এগোয়নি। সেই সময় তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক চর্চা হয়েছিল। তবে এখন সেসব অতীত। প্রাক্তন হলেও বর্তমানে দুজনে যে একে অপরের খুব ভালো বন্ধু তা স্পষ্ট হয়ে গিয়েছে দুবাইয়ের ওই অনুষ্ঠানে।
আরও পড়ুন : ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী
আরও পড়ুন : প্যান্টের ফাঁকে উঁকি দিচ্ছে লাল অন্তর্বাস! ওপসসস মোমেন্টের শিকার বলিউড অভিনেত্রী
নার্গিস ফাকরি এবং টনি বেগ
নার্গিস এবং টনি বিয়ে করলেও তাদের বিয়ের কোনও ছবি সোশ্যাল মিডিয়াতে দেননি। নার্গিসের পোস্ট করা একটি ছবিতে টনির সঙ্গে সুইমিং পুলে বিশ্রামরত অবস্থায় শুধু তার বিয়ের আংটি দেখা গিয়েছে। তারা নাকি কেউই বিয়ের ছবি তোলেননি। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তারা ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল একটি হোটেলে বিয়েটা সেরেছেন। তাদের বিয়ের পর একটি সংবাদমাধ্যমে মাল্টি টায়ার্ড ওয়েডিং কেকের ছবি প্রকাশ পেয়েছে। বিয়ের পর বর্তমানে তারা সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন।