ভারতের ইতিহাসে ২৬ শে জুলাই দিনটার গুরুত্ব আসলে প্রত্যেক ভারতীয় নাগরিকের মনে রাখা উচিত। ২৫ বছর আগে এই দিনেই ভারত-পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল। ১৯৯৯ সালের এই যুদ্ধে কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর দখলদারি হটিয়ে জয় লাভ করেছিলেন ভারতীয় সেনারা। আর সেই মিশনের অংশ ছিলেন এক বলিউড তারকা। তিনি হলেন নানা পাটেকার।
নানা পাটেকার বলিউডের একজন প্রখ্যাত অভিনেতা। নায়ক থেকে খলনায়ক, সব ধরনের চরিত্রে সমান সাবলীল তিনি। তার জীবনে তিনি কার্গিল যুদ্ধের সাক্ষী হওয়ারও সুযোগ পেয়েছিলেন। ১৯৯১ সালে ‘প্রহার’ ছবিতে মেজর প্রতাপ চৌহান চরিত্রে অভিনয় করেন নানা পাটেকার। এর বেশ কয়েক বছর বাদে নানাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে ভারতীয় সেনার সঙ্গে লড়াই করতেও হয়েছিল।
১৯৯৯ সালের যুদ্ধে ভারতের কুইক রিঅ্যাকশন টিমের সদস্য ছিলেন নানা পাটেকার। এটা ভারতের এলিট ফোর্সগুলোর মধ্যে অন্যতম। সেই টিমের সদস্য হতে পেরে গর্ববোধ করেন নানা। আর সেই সঙ্গে ভারতীয় সেনাদের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে তার। সিনেমার হিরোদের বদলে তিনি ভারতীয় সেনাদেরকেই প্রকৃত হিরোর তকমা দিয়েছেন বারবার।
নানা পাটেকার বারবার বলেছেন সিনেমার নায়করা নয়, দেশের জওয়ানরাই হলেন আসল হিরো। তার কাছে দেশ সবার আগে। আড়াই বছর তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তার নজরে জওয়ানদের থেকে বড় নায়ক আর কেউ হতে পারবেন না। সেই জওয়ান বাহিনীর অংশ হতে পেরে ও দেশের জন্য কিছু করতে পেরে গর্ব অনুভব করেন তিনি।
আরও পড়ুন : চাকরি ছেড়ে বলি তারকাদের ম্যানেজারি! কত টাকা বেতন পান শাহরুখ খানের ম্যানেজার?
আরও পড়ুন : বিয়ের এক বছরেই ডিভোর্স! পরিণীতি চোপড়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
২০১৬ সালে যখন পাকিস্তানী শিল্পীদের বলিউডে কাজ করা থেকে ব্যান করা হয়েছিল তখন তাতে সমর্থন জানিয়েছিলেন নানা। তিনি বলেন, “সবার প্রথমে দেশ। আমি দেশের চেয়ে বড় কাউকে চিনি না আর চিনতেও চাই না। দেশের সামনে একজন শিল্পী খুবই নগণ্য।”