বাঙালির কাছে সমুদ্র মানেই দীঘা, পুরি। উড়িষ্যার পুরির কাছে এখন কোনও অংশে কম নয় পশ্চিমবঙ্গের দীঘা। সাম্প্রতিক পুরির মতো দিঘাতেও নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। যার ফলে দীঘাতে পর্যটকদের ভিড় বাড়বে। আর সেই কথা মাথায় রেখেই এবার ভারতীয় রেল দীঘার পথে নতুন একটি ট্রেন চালু করার কথা ভেবেছে। যার ফলে দক্ষিণবঙ্গ থেকে দীঘা পৌঁছানো যাবে মাত্র কয়েক ঘন্টায়।
দীঘার পথে চালু হচ্ছে নতুন নমো ভারত রেপিড রেল
বিগত কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার ট্রেন ও নমো ভারত নামের একাধিক ট্রেন চালু হয়েছে। এবার সেই তালিকার নতুন সংযোজন আসানসোল থেকে দীঘার রুটের নতুন নমো ভারত রেপিড রেল। এই রেল বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ছুটছে। এবার পশ্চিমবঙ্গেও নমো ভারত রেপিড রেলের যাত্রা শুরু হবে।
দীঘা-আসানসোল রুটে নমো ভারত রেপিড রেল
বর্তমানে নমো ভারতকে বন্দে ভারত এক্সপ্রেসের মিনি ভার্সন বলা হচ্ছে। এখন এই ট্রেন আহমেদাবাদ থেকে ভুজ এবং জয়নগর থেকে পাটনা রুটে চলছে। এবার দীঘা আসানসোল রুটেও চালু হবে নমো ভারত রেপিড রেল। এই ট্রেনের স্টপেজ থাকবে খড়গপুর জংশন, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া আদ্রা জংশন ইত্যাদি।
আরও পড়ুন : বন্দে ভারত স্লিপার চলবে শিয়ালদা থেকে দিল্লি! ভাড়া কত?
আরও পড়ুন : বদলে যাবে একাধিক মেট্রো স্টেশনের নাম! প্রকাশ্যে নতুন নামের লিস্ট
ভাড়া কত?
নমো ভারত আসানসোল থেকে দীঘা, ৩৭২ কিলোমিটারের দূরত্ব ৭ ঘন্টারও কম সময়ে অতিক্রম করতে পারে। এই ট্রেনে ১৬ টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ থাকবে। টিকিট মূল্য থাকবে ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। ট্রেনটি দীঘা থেকে সন্ধ্যা ৬ টায় রওনা দিয়ে রাত ১১ টায় আসানসোল পৌঁছাবে। আবার আসানসোল থেকে সকাল ৭টায় ছেড়ে দুপুর ২ টোর সময় দীঘা পৌঁছাবে।