সামান্থা, শোভিতা শুধু নয়, এই অভিনেত্রীদের সঙ্গেও সম্পর্কে ছিলেন নাগা চৈতন্য

শুধু শোভিতা বা সামান্থা নন, দক্ষিণী তারকা নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনেক অভিনেত্রী। নাগা চৈতন্যের প্রেমিকার তালিকাটা বেশ বড়। ২ বার বিয়ে করেছেন তিনি। প্রথমে সামান্থা, তারপর ২০২১ সালে তাকে ডিভোর্স দিয়ে ২০২৪ এ নাগা গাঁটছড়া বাঁধলেন শোভিতা ধুলিপালার সঙ্গে। তবে এর আগে নাগার সঙ্গে যে অভিনেত্রীদের নাম জড়িয়েছে, একবার দেখুন সেই সুন্দরীদের তালিকা।

১. কাজল আগারওয়াল (Kajal Aggarwal) : নাগা চৈতন্যের প্রথম প্রেমিকা ছিলেন কাজল আগরওয়াল। ২০১১ সালে দাদা সিনেমাতে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের প্রেম হয়। তারপর বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যেত। স্বাভাবিকভাবেই দুজনের সম্পর্ক নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল। যদিও সম্পর্কের কথায় স্বীকৃতি দেননি কেউই।

Shruti Haasan

২. শ্রুতি হাসান (Shruti Haasan) : কমল হাসান কন্যা শ্রুতিকেও বিয়ে করার কথা ভেবেছিলেন নাগা চৈতন্য। ২০১৩ সালের ফিল্ম ফেয়ার আওয়ার্ড সাউথ অনুষ্ঠানে দুজনের ঘনিষ্ঠতা দেখে প্রথম তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তারা বিয়ে করার কথাও ভেবেছিলেন। কিন্তু শ্রুতির বোন অক্ষরাকে নিয়ে কিছু সমস্যা দেখা দেয় দুজনের মধ্যে। এতে তাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যায়।

৩. সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : নাগা চৈতন্যের প্রথম স্ত্রী ছিলেন সামান্থা। ২০১৭ সালে তাদের বিয়ে হয়। ৪ বছর সংসার করার পর ২০২১ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তবে তাদের বিচ্ছেদের কারণ আজও জানা যায়নি।

Daksha Nagarkar

৪. দক্ষ নাগরকর (Daksha Nagarkar) : সামান্থার সঙ্গে ডিভোর্সের পর নাগা চৈতন্য কিছুদিন বাঙ্গাররাজু ছবির সহ অভিনেত্রী দক্ষের সঙ্গে সম্পর্কে ছিলেন। এই ছবির প্রচারের সময় থেকে তাদের দুজনের প্রেম নিয়ে চর্চা শুরু হয়। যদিও এই সম্পর্কের কথা তারা স্বীকার করেননি।

৫. কৃতি শেঠি (Krithi Shetty) : বাঙ্গাররাজু এবং কাস্টডি সিনেমাতে কৃতি ও নাগা একসঙ্গে কাজ করেছিলেন। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিছুদিন। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন তাদের রসায়ন সকলের নজর কেড়েছিল।

আরও পড়ুন : বিয়ে না করেই বিধবা! আজীবন সাদা শাড়ি পরে কাটিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী 

Naga Chaitanya And Sobhita Dhulipala

আরও পড়ুন : বউ থাকতেও পরকীয়া! এই অভিনেত্রীর জন্য ভাঙছে গৌরব-দেবলীনার সংসার

৬. শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala) : প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ২০২৪ সালে আবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন নাগা চৈতন্য। পাত্রী শোভিতা ধুলিপালা। এই সম্পর্কের কথা প্রথম থেকেই লুকিয়ে রেখেছিলেন দুজনে। কিন্তু সমাজমাধ্যমে বিভিন্ন সময় একসঙ্গে একই ফ্রেমে ধরা পড়ায় তাদের সিক্রেট ফাঁস হয়ে যায়। অবশেষে এই বছরেরই আগস্ট মাসে নাগা চৈতন্যের বাবা নাগার্জুন ছেলের বাগদানের খবর দিয়ে জল্পনায় সীলমোহর দেন।