নায়িকা থেকে সোজা খলনায়িকা! বাবা-মায়ের জন্য পার্শ্বচরিত্রেই ‘হ্যাঁ’ বলতে হচ্ছে, আক্ষেপ ‘নিম ফুলের মধু’র তিন্নির

২০১৫ সালে কালার্স বাংলাতে ‘আপনজন’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার অভিনয় জীবনে হাতেখড়ি হয় বাংলা টেলিভিশনের সুন্দরী অভিনেত্রী নবনীতা মালাকারের (Nabanita Malakar)। তারপর থেকে কখনও বসে থাকতে হয়নি তাকে। কালার্স বাংলা, জি বাংলা, স্টার জলসা মিলিয়ে মিশিয়ে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বর্তমানে জি বাংলাতে (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) ধারাবাহিকে খলনায়িকা তিন্নির ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে নবনীতাকে।

কেরিয়ারের শুরুর দিকে অবশ্য সমস্ত পজেটিভ চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল তার। সেই সঙ্গে নায়িকা হিসেবেও অভিনয়ের প্রস্তাব এসেছিল তার হাতে। আপনজনের পর পুণ্যিপুকুর, মনসা, মহাপ্রভু শ্রী চৈতন্য, মঙ্গলচন্ডীর মত বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে দেখা মিলেছে নবনীতার। কিন্তু এখন কেবল পার্শ্বচরিত্র কিংবা খলনায়িকা হিসেবেই অভিনয়ের সুযোগ আসছে তার হাতে।

বাংলা সিরিয়ালের এই দাপুটে অভিনেত্রী নিমফুলের মধুর আগে মাত্র একটি সিরিয়ালেই খলনায়িকা হিসেবে অভিনয় করেন। জি বাংলাতে ‘এই ছেলেটা ভেলভেলেটা’ সিরিয়ালে ঐশ্বর্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নেগেটিভ চরিত্রে তার অভিনয় দর্শকদের দারুণ পছন্দ হয়। এরপর যখন নিম ফুলের মধুর প্রস্তাব আসে তার হাতে তখন সেখানেও তিনি পেলেন খলনায়িকার চরিত্র।

এর আগে অবশ্য ‘সাগর জ্যোতি’ সিরিয়ালে নায়িকার ভূমিকাতেই অভিনয় করছিলেন নবনীতা। কিন্তু ওই সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার পর টানা ৯ মাস তার হাতে কাজ ছিল না। তিনি আসলে পার্শ্বচরিত্র কিংবা খলনায়িকা হিসেবে আর অভিনয় করতে চাইছিলেন না। ইন্ডাস্ট্রির টাইপ কাস্টিং নিয়ে তার বেশ ভয় ছিল। সেই ভয়েই তিনি একের পর এক প্রস্তাব ফেরাচ্ছিলেন।

তবে অবশেষে তাকে সেই খলনায়িকা হিসেবেই আবার ফেরত আসতে হল। তবে এই চরিত্রটি আসলে সিরিয়ালের সেকেন্ড লিড। সেই ভেবে তিনি আর প্রস্তাব ফেরাতে পারেননি। আসলে সংসারের কথা ভেবেই এই চরিত্রের প্রস্তাব ফেরানোর সাহস তিনি দেখাতে পারেননি। পরিবারের বর্তমান আর্থিক অবস্থার কথা চিন্তা করে অনিচ্ছা সত্ত্বেও তাকে নায়িকার চরিত্র ছেড়ে অন্য চরিত্রে ‘হ্যাঁ’ বলতে হয়েছে।

ইউটিউবে টলিটাইমের কাছে এই বিষয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন তার বাবা-মা দুজনেই অসুস্থ। গোটা সংসারের দায়িত্ব এখন তার হাতে। লিড ছাড়া অন্য চরিত্রে অভিনয় করতে না চাইলেও তার পক্ষে এখন বসে থাকা সম্ভব নয়। তিনি বিশ্বাস করেন দর্শকদের ভালবাসায় তিনি আবার ঠিক একদিন সিরিয়ালে মুখ্য চরিত্রে ফিরতে পারবেন।