ইদানিং দর্শকদের মধ্যে সিরিয়াল কিংবা সিনেমার তুলনায় ওয়েব সিরিজ (Web Series) দেখার চল বেড়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সমস্ত বিষয়ের উপর কন্টেন্ট রয়েছে। আজ এই প্রতিবেদনে রইল ওটিটি প্ল্যাটফর্মের সবথেকে সেরা সাহসী ওয়েব সিরিজের তালিকা যেগুলো বোল্ডনেসের মাত্রা অতিক্রম করে গিয়েছে। এই সিরিজগুলো (Hot And Bold Web Series In OTT) যেন ভুলেও পরিবারের সঙ্গে দেখবেন না।
রসভরী (Rasbhari) : হালফিলের বোল্ড ওয়েব সিরিজগুলোর মধ্যে সবার আগেই নাম আসে রসভরীর। এই সিরিজে অভিনয় করেছেন স্বরা ভাস্কর। স্বরা তার বোল্ডনেসের জন্য বলিউডে বেশ পরিচিত। তবে প্রতিটি প্ল্যাটফর্মে পা রাখতেই তিনি সাহসিকতার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন। একটি ছোট স্কুলের ইংরেজি শিক্ষিকা শানু বনসলের চরিত্রে অভিনয় করেছেন তিনি যার বোল্ডনেসে সবাই পাগল।
ফোর মোর শটস প্লিজ (Four More Shots Please) : অ্যামাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় এই ওয়েব সিরিজের বেশ কয়েকটি সিজন রয়েছে। এই ওয়েব সিরিজটি আসলে চার বোল্ড বান্ধবীর জীবনের কাহিনী ঘিরে বানানো। এখানে চার বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন সায়নী গুপ্তা, মানবী গগরু, কীর্তি কুলহারী এবং বাণী জে।
চরিত্রহীন (Charitraheen) : চরিত্রহীন হল বোল্ড ওয়েব সিরিজ গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিরিজ। এই সিরিজে অভিনয় করেছেন সৌরভ দাস, স্বস্তিকা মুখার্জী, নয়না গাঙ্গুলী, গৌরব চ্যাটার্জী এবং অন্যান্যরা। বাংলা ওয়েব সিরিজগুলোর মধ্যে সবথেকে সাহসী ধরা হয় এই সিরিজটিকে। তাই দর্শকরা পারতপক্ষে পরিবার নিয়ে এই সিরিজ দেখার সাহস দেখাতে পারেন না।
মেড ইন হেভেন (Made In Heaven) : আবারও ফের অ্যামাজন প্রাইমের আরও একটি ওয়েব সিরিজ যৌনতার নিরিখে সাহসিকতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এই সিরিজের নাম মেড ইন হেভেন। রোমান্স ড্রামা ঘরানার এই সিরিজে রয়েছে ভরপুর যৌনতা। শোভিতা ধুলিপালাকে এখানে আলাদাভাবেই পর্দাতে দেখানো হয়েছে।
মির্জাপুর (Mirzapur) : অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজটি কার্যত অ্যাকশন, রোমান্স এবং বোল্ডনেসের ভরপুর মিশেল। মির্জাপুর প্রধানত তার অ্যাকশন দৃশ্যের জন্য সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে। তবে এখানে রসিকা দুগ্গালের যে বোল্ড অবতার তুলে ধরা হয়েছে তা কার্যত আগে কল্পনাও করতে পারেননি কেউ।