Best Horror Movies : আমরা ছোট থেকে বড় অনেকেই আছি যারা সিনেমা দেখতে ভালোবাসি। কেউ দেখতে পছন্দ করে বাণিজ্যিক সিনেমা, কেউ কমার্শিয়াল সিনেমা, কেউ ডিটেকটিভ স্টোরি আবার কেউ হরর মুভি। দর্শকদের পছন্দের কথা ভেবে হলিউড (Hollywood) প্রচুর হরর মুভি তৈরি হয়েছে। সেখান থেকেই আজকে আপনাদের এমন পাঁচটি ভূতের সিনেমার কথা বলব যেগুলো দেখলে আপনাদের রাতের ঘুম উড়ে যাবে। চলুন জেনে নেই এই তালিকায় কোন কোন সিনেমা আছে (Best Hollywood Horror Movies)।
১. স্মাইল (Smile) : এই ছবিটিকে সবথেকে ভয়ংকর ছবি হিসাবে বিবেচনা করা হয়। ছবিটি মুক্তি পেয়েছিলো ২০২২ সালে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন পার্কার ফিন। এটি তার ২০২০ সালের শর্ট ফিল্ম লরা হ্যাজ নট স্লেপ্টের উপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে, সোসি বেকন রোজ কটার চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন জেসি টি. উশার, কাইল গ্যালনার, কাল পেন এবং রব মরগান।
২. হেরিডিটি (Hereditary) : এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন। টনি কোলেট, অ্যালেক্স উলফ, মিলি শাপিরো, অ্যান ডাউড এবং গ্যাব্রিয়েল বাইর্ন অভিনীত, ছবিটি একটি পরিবারের গল্প বলে যার সদস্যরা একে একে মারা যেতে থাকে। তবে এই ছবিটি দর্শকদের ভয় দেখাতে বেশ সফল হয়েছিল। আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতেও এই ছবিটি দেখতে পারেন।
৩. দ্য ব্ল্যাক ফোন (The Black Phone) : তৃতীয় স্থানে রয়েছে হরর ফিল্ম ‘দ্য ব্ল্যাক ফোন’। যেটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি স্কট ডেরিকসন পরিচালিত এবং ডেরিকসন এবং সি. রবার্ট কারগিল লিখেছিলেন। ম্যাসন টেমস, ম্যাডেলিন ম্যাকগ্রা, জেরেমি ডেভিস, জেমস র্যানসোন এবং ইথান হকের মতো শিল্পীদের এই ছবিতে দেখা গেছে। ছবিটিতে একটি শিশুকে অপহরণ করা হয় এবং তাকে যেখানে রাখা হয় সেখানে একটি টেলিফোন রয়েছে যার মাধ্যমে মৃত ব্যক্তিরা শিশুটির সাথে কথা বলে। আপনি এটি অ্যামাজন প্রাইম ভিডিওতেও দেখতে পারেন।
৪. রো (Raw) : এই তালিকার চতুর্থ স্থানে আছে হরর ফিল্ম ‘Raw’। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। গল্পটি লিখেছিলেন জুলিয়া ডুকোর্নাউ এবং পরিচালনাও তিনি করেছিলেন। এই ছবিতে অভিনয় করেছিলেন গ্যারেন্স মারিলিয়ার, এলা রম্পফ এবং রাবাহ নাট ওফেলা। এই ছবিতে একটি মেয়েকে আমিষভোজী হিসেবে দেখানো হয়েছে এবং একদিন মেয়েটিকে তার প্রেমিকের বাবার শরীর খেতে দেখা যায়।
আরও পড়ুন : এই একটি বিষয়ে করিনা কাপুরের ধারেকাছে নেই বাকি অভিনেত্রীরা, রেকর্ড গড়েছেন অভিনেত্রী
আরও পড়ুন : “আমাকে নিতে বড় বাজেট লাগে”! স্টার জলসার নতুন সিরিয়ালে কত পারিশ্রমিক নিলেন অপরাজিতা?
৫. দ্য কনজিউরিং (The Conjuring) : ভয়ের ছবির তালিকায় পাঁচ নম্বরে রাখা যায় ২০১৩ সালের দ্য কনজিউরিং ছবিটিকে। দুই প্রেততত্ত্ববিদ এড এবং লরেন ওয়ারেনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হযেছে কনজিউরিং। ভয়, মৃত্যু, অলৌকিকতা, হিংস্রতা, সবই রয়েছে এই ছবিতে। ছবির সাউন্ড এফেক্ট এবং স্পেশাল এফেক্ট যেন একেবারে বাস্তব। আর তা দেখেই বেজায় ভয় পেয়েছেন দর্শক। পরবর্তী সময়ে কনজিউরিং-এর সিক্যুয়েলও তৈরি হয়েছে।