Mukesh Ambani`s Daughter Isha Ambani : ভারতীয় টেলিকম জগতের সবচেয়ে বড় সংস্থাগুলির মধ্যে অন্যতম হল ‘জিও’ (Jio)। আজ ভারতের শহর থেকে শুরু করে গ্ৰাম সব জায়গায় ছড়িয়ে রয়েছে অসংখ্য ৪জি ব্যবহারকারিরা। কিন্তু এক সময় এই সংখ্যা খুবই কম ছিল। আসলে সেই সময় ৪জি ব্যবহার করার জন্য অনেক বেশি টাকা খরচ করতে হতো ভারতীয়দের। যে কারণে সকলে ৪জি ব্যবহার করতে পারতেন না।
তবে মুকেশ আম্বানি একা শুধু নন, বর্তমানে তার ব্যবসায়িক ক্ষেত্র সামলানোর জন্য তার পাশে দাঁড়িয়েছেন তার সন্তানরাও। আকাশ আম্বানি, অনন্ত আম্বানি এবং ইশা আম্বানি (Isha Ambani) রিলায়েন্সকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছেন। বিশেষ করে মুকেশ কন্যা ইশা আম্বানি ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ড এনে দিয়েছেন ভারতবর্ষে।
তবে শুধু মাত্র টেলিকম ক্ষেত্রেই নয়, ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল গ্ৰুপ’ (Reliance Industrial Group) আরও অনেক ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। ফিল্ম প্রযোজনা থেকে শুরু করে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ব্যবসা ছাড়াও রয়েছে এছাড়াও নানান ধরনের ব্যবসায় বিনিয়োগ করেছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।
এমনকি বহু আন্তর্জাতিক সংস্থারও মালিকানা রয়েছে তার হাতে। এমনি ৫০টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা খুব শীঘ্রই ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইশা আম্বানির ‘রিলায়েন্স রিটেল’ (Reliance Retail)-এর হাত ধরে। জানেন এই তালিকায় নাম রয়েছে কোন কোন সংস্থার?
এই তালিকার নাম রয়েছে ভার্সেস, ব্যালেন্সিয়াগা, আরমানি এক্সচেঞ্জ, জিমি চু, হুগো বস, ব্রুকস ব্রাদার্স, বারবেরি,হানকেমুলার, মাইকেল কর্স, এমপরিয়ো আরমানি, মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি।
আরও পড়ুন : ১৫০০ কোটির বাড়ি এই কর্মচারীকে উপহার দিলেন মুকেশ আম্বানি, তিনি কি করেছেন জানেন?
যদিও এমন ঘটনা আগেও ঘটেছে। কারণ মুকেশ আম্বানি মাঝে মধ্যেই বিভিন্ন ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন বা বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন ধরনের প্রোজেক্ট করে থাকেন। তবে বর্তমান সময় ‘৪জি’র মত ‘৫জি’ও চালু করেছে সংস্থা ‘জিও।’ এখন দেখার যে ‘৪জি’র মত ‘৫জি’ও সারা ভারতে ছড়িয়ে পরতে কত সময় লাগে।
আরও পড়ুন : মুকেশ আম্বানির থেকেও বেশি বেতন পান রিলায়েন্সের এই কর্মচারী, অংকটা শুনলে হুঁশ উড়ে যাবে