মুকেশ আম্বানির কনভয় খরচ কত? জানলে লজ্জা পাবেন রাষ্ট্রনেতারাও

Mukesh Ambani Convoy : ভারতবর্ষে ধনী‌ব্যক্তিদের কথা বললে সবার আগে মুকেশ‌‌ আম্বানির নাম মাথায় আসে। ভারতীয় শিল্পপতিদের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয়। তবে শুধু মাত্র‌ ভারতেই নয়, এখন সারা বিশ্বের বহু মানুষ তাকে চেনে। পৃথিবীর প্রথম ১০ জন ধনী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে তার। সেই তালিকায় ৯ নম্বরে রয়েছেন তিনি। তার জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল সম্পর্কেও সকলের জানা রয়েছে।

নিজের পরিবারের সব ইচ্ছা পূরণ করেন তিনি। পরিবারের বিলাসবহুল জীবনযাপনের কথা মাথায় রেখেই বাড়িতে প্রায় ৬০০ জন কর্মচারী রয়েছেন। যাদের হাতেই দায়িত্ব রয়েছে আম্বানি পরিবারের দেখভাল করার। তবে আম্বানি পরিবারের দায়িত্ব সামলাতে অর্থাৎ মুকেশ আম্বানির বাড়িতে কাজ পেতেও অনেক কঠিন পরীক্ষা দিতে হয়।

MUKESH AMBANI AND DHIRUBHAI AMBANI

তারপর চলে কাজের ট্রেনিং। তারপর কাজ‌ করার সুযোগ পাওয়া যায়। তবে এই কাজের বিনিময়ে মাস গেলে মোটা অঙ্কের বেতনও দেন মুকেশ আম্বানি। প্রত্যেকের মাসিক বেতন ১ লাখের বেশি। কিন্তু আম্বানি পরিবারের দায়িত্ব যেমন নিয়েছেন বাড়ির কর্মচারীরা ঠিক তেমনি মুকেশ আম্বানির সুরক্ষার জন্যেও রয়েছে জেড প্লাস সুরক্ষা ব্যবস্থা।

তার জেড প্লাস সুরক্ষার কনভয়েতে গত কয়েক বছর ধরে নতুন নতুন গাড়িও নিয়ে আসা হয়েছে। গাড়িগুলির দাম কয়েক কোটি টাকা। নিজের সুরক্ষার জন্য মুকেশ আম্বানি বিলাসবহুল গাড়িতে সফর করেন। তার সিআইএসএফ কর্মীরাও বিলাসবহুল গাড়িতে ভ্রমণ করে থাকেন। মুকেশ আম্বানির এই বিলাসবহুল গাড়ির কালেকশনে‌ রয়েছে দেশের সবচেয়ে দামী গাড়িগুলি।

MUKESH AMBANI

এই তালিকায় নাম রয়েছে ল্যান্ড রোভার , রেঞ্জ রোভার এসইউভি , কয়েকটি এমজি গ্লোস্টার , দুটি বুলেটপ্রুফ মার্সিডিজ-বেঞ্জ এবং রোলস রয়েস এসইউভি। তার কনভয়ে ব্যবহৃত সব গাড়িগুলির মোট মূল্য প্রায় ৩০ কোটি টাকা। তবে এই গাড়িগুলির‌ মধ্যে তার রেঞ্জ রোভার গাড়িগুলি বেশি গুরুত্বপূর্ণ।

MUKESH AMBANI CARS

কারণ এই গাড়িগুলি মূলত এসইউভি কনভয় গুলিকে রক্ষা করার জন্য পুলিশের যান হিসাবে ব্যবহৃত হয়। তবে এখানেই শেষ নয়, আম্বানি মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস এবং এমজি গ্লোস্টারের মতো এসইউভিও রয়েছে, যেগুলি আম্বানির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ব্যবহার করেন। সরকারের তরফে একটি জেড প্লাস নিরাপত্তার গাড়ি দেওয়া হয় যেটা আম্বানি পরিবার ব্যবহার করে না।