মুকেশ আম্বানির জীবন বাঁচিয়ে রেখেছে এই বন্দুক! এর বিশেষত্ব জানলে চমকে উঠবেন আপনি

Mukesh Ambani Security : ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তিদের একজন হলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যিনি রিলাইয়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। যিনি রাতে ঘুমাতে ঘুমাতেও টাকা উপার্জন করেন। কিন্তু এত ধনী হওয়ার কারণে তার শত্রুরও অভাব নেই। তাই এমতাবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে চলাফেরা করেন তিনি। কিন্তু জানেন কী মুকেশ আম্বানির নিরাপত্তায় এক বিশেষ ধরনের বন্দুকের ব্যবহার করা হয়? যার একবার ট্রিগার দাবলেই খেল খতম। চলুন আজকে জেনে নিই এই বিশেষ বন্দুক (Heckler & Koch MP5 Sub-Machine Gun) সম্পর্কে।

ফোর্বস রিয়েল টাইম অনুযায়ী মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ১০১ বিলিয়ন। মুকেশ আম্বানির নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের মধ্যে অন্যতম। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে।

Mukesh Ambani Security

সবকিছুর মত মুকেশ আম্বানির নিরাপত্তা ব্যাবস্থাও দেখার মত। কারণ যেই ব্যাক্তি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করেন তার নিরাপত্তা ব্যবসা যে জোরদার হবে সেটাই স্বাভাবিক। তাই তার নিরাপত্তার কথা চিন্তা করেন সরকার। এই জন্যই মুকেশ আম্বনিকে ভারত সরকারের তরফ থেকে জেড প্লাস নিরাপত্তা প্রদান করা হয়েছে।

Mukesh Ambani Security

এছাড়াও, আম্বানি পরিবারের প্রাইভেট সিকিউরিটিও রয়েছে। যা অত্যন্ত হাই-টেক। আম্বানি পরিবারের কোনো ব্যক্তি বাইরে গেলে প্রায় ৫৮ জন বা তারও বেশি নিরাপত্তারক্ষী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। এর পাশাপাশি আম্বানি পরিবারের গাড়ির কনভয়ে একাধিক বুলেটপ্রুফ গাড়িও যায়।

Mukesh Ambani Security

এই ধনী পরিবারের নিরাপত্তায় কমান্ডো থেকে শুরু করে সিআরপিএফ, পুলিশ এবং ব্যক্তিগত সিকিউরিটি গার্ড রয়েছেন। আর মুকেশ আম্বানির পরিবারের নিরাপত্তায় নিয়োজিত রক্ষীদের কাছে রয়েছে জার্মানিতে তৈরি হেকলার অ্যান্ড কোচ এমপি৫ মেশিনগান। যার বৈশিষ্ট্য শুনলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন।

Heckler & Koch MP5

Heckler & Koch MP5

১৯৬০ সালে তৈরি হয় এই বন্দুকটি। এখন বিশ্বের ৭০ টি বেশি দেশের নিরাপত্তা কর্মীরা এই ব্যবহার করেন। এই বন্দুকের ওজন মাত্র ২.৫৪ কেজি এবং দৈর্ঘ্য মাত্র ২৭ ইঞ্চি। এক মিনিটে ৮০০ রাউন্ড ফায়ার করতে পারে এবং এই বন্দুক থেকে গুলি প্রতি সেকেন্ডে ৪০০ মিটার বেগে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ এই বন্দুকের টিগারে হাত পড়া মনে অপরপক্ষের খেলা শেষ।