মুকেশ আম্বানি (Mukesh Ambani) নামটাই যথেষ্ট, ভারতে ‘৪জি’ পরিষেবা দ্রুত গতিতে ছড়িয়ে পরার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল যার, তিনি হলেন মুকেশ আম্বানি। ব্যবসায়িক ক্ষেত্রে তার দূরদর্শিতার পরিচয় আমরা বার বার পেয়েছি। সেই জন্য ভারতীয়দের কম খরচে সব ধরনের সুবিধার ব্যবস্থা করে দিতে পারেন একমাত্র তিনি। সে ইন্টারনেট ব্যবস্থা হোক কিংবা কম দামে ‘৪জি’ ফোন সব কিছুই এনে দিতে পেরেছেন তিনি।
সম্প্রতি সারা ভারতে ‘৫জি’ পরিষেবা চালু করেছিলেন তিনি। যা খুব সহজেই এখন যে কোনও ‘৫জি’ ফোনে ব্যবহার করা যাবে। আর এর জন্য কোনও আলাদা করে টাকাও খরচ করতে হবে না। তবে মুকেশ আম্বানি ব্যবসার পাশাপাশি তার পরিবারের সদস্যদের ভালোর জন্যেও সকল সব ধরনের ব্যবস্থা করে দিতে পারেন। সেই জন্য কোটি কোটি টাকা খরচ করতেও রাজি তিনি।
বিশেষ করে স্ত্রী নীতার ইচ্ছা পূরণে কোনও খামতি রাখেন না তিনি। সে মেকআপ হোক কিংবা দামী গাড়ি মুকেশ আম্বানির দৌলতে সব কিছুই রয়েছে নীতা আম্বানির কালেকশনে। এমনকি স্ত্রীর খুশির জন্য একজন পুরুষকেও কোটি কোটি টাকা দেন মুকেশ আম্বানি। এবার সবার প্রশ্ন উঠবে এই পুরুষটা আসলে কে? কেন মুকেশ আম্বানি তাকে এত টাকা দেন। আসলে এই পুরুষের নাম হল মিকি কন্ট্রাক্টর।
মিকি হলেন ইন্ডাস্ট্রির একজন নাম করা মেকআপ আর্টিস্ট। তার জন্যই সব সময় সুন্দরী দেখতে লাগে নীতা আম্বানিকে। বলিউডের জনপ্রিয় নায়িকাদের সঙ্গেও তিনি কাজ করেন। মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি বলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতেও কাজ করেছেন। জানা গিয়েছে, একবার মেকআপ করার জন্য ৭৫ হাজার টাকা নেন তিনি। এর আগে আম্বানি পরিবারের মেয়ে ও পুত্রবধূকেও মেকআপ করিয়েছিলেন তিনি।
তবে শুধু মেকআপ আর্টিস্ট নয়, নীতার কস্টোমাইজড লিপস্টিকের বিভিন্ন শেড রয়েছে। এবং এই লিপস্টিকের বোতলগুলি সোনা এবং রূপো দিয়ে তৈরি একটির দাম প্রায় ৪০ লক্ষ টাকার কাছাকাছি। আসলে অন্য মেয়েদের মতো নীতা মেকআপ করতে খুব পছন্দ করেন। তাই লিপস্টিক হোক বা মাস্কারা লেয়ারিং কোনটাই মিস করেন না তিনি।
যদিও মেকআপ ছাড়াও বিভিন্ন দামী গাড়ি ও হ্যান্ড ব্যাগের কালেকশন রয়েছে তার। সেই কালেকশন দেখলে অবাক হয়ে যাবেন বহু ধনী ব্যক্তি। কারণ প্রতিটি ব্যাগের দামই কোটি টাকার বেশি। প্রতি মাসেই কিছু না কিছু নতুন ব্যাগ যোগ হয় এই ব্যাগের কালেকশনে। তবে সব ব্যাগগুলি তিনি নিজেই পছন্দ করে কিনতে ভালোবাসেন।