বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) এবং টলিউড (Tollywood) সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌসুমী সাহা (Mousumi Saha)। একাধিক সিরিয়াল এবং সিনেমাতে তার অভিনয় নজর কেড়েছে। বিশেষত টলিউড সিনেমাগুলিতে বেশিরভাগ তাকে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। মৌসুমী দেব, অঙ্কুশ, জিৎদের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
বর্তমানে এই অভিনেত্রীকে জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের ছোট ঠাম্মির ভূমিকাতে দেখা যাচ্ছে। এছাড়াও খেলাঘর, গঙ্গারাম ইত্যাদি বেশ কিছু ধারাবাহিকে তিনি নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে তার ব্যক্তিগত জীবনটা কেটেছে খুবই কষ্টের মধ্যে দিয়ে। বিশেষত ছোটবেলাতে চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটত তাদের।
মৌসুমী সম্প্রতি ইউটিউবের একটি চ্যানেলের কাছে নিজের জীবন সম্পর্কে খোলামেলা আলোচনা করেন। সেখানেই তিনি জানিয়েছেন ছোটবেলায় অভাবের সংসারে তারা তিন বোন প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছেন। মৌসুমী ছিলেন সবার ছোট। তার মা চেয়েছিলেন মেয়ে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত থাকুক। তাই ধার করে হলেও তিনি মেয়েকে নাচ শিখিয়েছিলেন।
আসলে মৌসুমী এত সুন্দর নাচ করতে পারতেন যে তার নৃত্য গুরু খুশি মনে বিনা পয়সাতেই তাকে নাচ শেখাতেন। সেই সঙ্গে পড়াশোনাতেও মেধাবী ছাত্রী ছিলেন মৌসুমী। রামকৃষ্ণ মিশনের ছাত্রী ছিলেন তিনি। স্কলারশিপ পেতেন। সেই টাকা দিয়েই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন তিনি।
মৌসুমী স্কুলে পড়তেই ১০ বছর স্কুলের অনুষ্ঠানগুলোতে নাটক করতেন। এরপর তিনি যখন কলেজে পদার্পণ করেন তখন থিয়েটার গ্রুপ থেকে ডাক পান। থিয়েটার করে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন মৌসুমী। থিয়েটার থেকেই দূরদর্শনের ‘জন্মভূমি’ সিরিয়ালে ছোট গিন্নির ভূমিকায় অভিনয় করার জন্য ডাক পেয়েছিলেন তিনি।
ইন্ডাস্ট্রিতে এই পর্যন্ত ৪৫ বছর পার করে ফেললেন মৌসুমী। ‘জন্মভূমি’ সিরিয়ালে অভিনয় করার পর একের পর এক সিনেমা এবং সিরিয়ালের প্রস্তাব আসতে থাকে তার কাছে। পর্দায় নায়কের মায়ের ভূমিকাতেই তাকে বেশি অভিনয় করতে দেখা যায়। তবে বাস্তব জীবনে তিনি নিঃসন্তান। অভিনয়টাকেই আপন করে নিয়ে জীবনের পথে এগিয়ে চলেছেন মৌসুমী।