আরও সুন্দরী হতে গিয়ে চেহারাটাই বিগড়ে ফেললেন মৌনি রায়। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও দেখে এমনটাই বলছেন নেট নাগরিকরা। মৌনির ঠোঁট এবং কপালের গড়ন দেখে অবাক হয়েছেন সকলে। এবং এই নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন এই বলিউড সুন্দরী। এর আগেও মৌনির প্লাস্টিক সার্জারি করানোর চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কটাক্ষ হয়েছে। তবে এবার নেট নাগরিকরা সত্যিই তাকে নিয়ে চিন্তিত।
প্লাস্টিক সার্জারিতে বদলে গেল মৌনি রায়ের চেহারা
মৌনির আগের ছবি এবং এখনকার ছবি মেলালে মিল খুঁজেই পাওয়া যায় না। মৌনি যখন অভিনয় দুনিয়াতে একদম নতুন, তখনকার ছবির সঙ্গে এখনকার চেহারা মেলালে রীতিমত অবাক হতে হয়। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আপাদমস্তক নিজেকে বদলে ফেলেছেন তিনি। বয়স ধরে রাখতে করিয়েছেন বোটক্স। তবে এবার তার সেই বোটক্স এক্সপেরিমেন্ট একেবারেই সফল হয়নি। তার কপালে শিরা ফুলে উঠেছে। বদলে গিয়েছে ঠোঁটের গড়ন।
বোটক্স করাতে গিয়ে চেহারার যে হাল করেছেন মৌনি সেটা ঢাকতে সম্প্রতি নতুন স্টাইলে তিনি চুল কেটেছেন যাতে কপালটা চুলে ঢাকা পড়ে। কিন্তু তাতেও বিতর্ক এড়ানো যাচ্ছে না। তার কপালের ফুলে ওঠা শিরা এখন আর চোখে পড়ছে না ঠিকই কিন্তু তত দিনে নেট নাগরিকদের চোখে পড়েছেন তিনি। এর আগেও নেটিজেনরা তার এমন বারবার চেহারার উপর কসমেটিক সার্জারি করানোকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন। ভক্তরা এর বিরোধিতা করেছেন। কিন্তু সেভাবে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী।
আরও পড়ুন : নাক কেটে সোজা ঠোঁট কেটে মোটা! বলিউডের এই সুন্দরীদের আসল চেহারা কেউ দেখেনি
আরও পড়ুন : ভাই-বোনের ডিভোর্স! কী ঘটেছে নেহা, সোনু এবং টোনির মধ্যে?
কসমেটিক সার্জারি নিয়ে কী বলেছেন মৌনি রায়?
মৌনি বর্তমানে হরর কমেডি দ্য ভুতনির প্রচার চালাচ্ছেন। এরকমই একটি প্রচারে এসে যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর দিলেন, “এই ধরনের মন্তব্য এড়িয়ে যাই। আসলে এমন অনেক মানুষ আছেন, যাঁরা আড়ালে থেকে সমালোচনা করেই সুখ পান। তাঁদের নিয়ে বেশি কথা বলতে গেলে নিজেরই ক্ষতি। তাঁদের এতটাও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া প্রত্যেকে নিজের কাজ করছে। এই নিয়ে এত কথা উঠবেই বা কেন?” তবে মৌনি যাই বলুন, অতিরিক্ত সুন্দরী হতে গিয়ে তিনি দিন প্রতিদিন নিজের চেহারা নষ্ট করছেন এমনটাই মত নেট নাগরিকদের।