রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, দর্শকদের বিচারে বাংলা সিরিয়ালে সেরা বউমা কে?

বাংলার ঘরে ঘরে বাড়ির বউদের মধ্যেই দেবী লক্ষ্মীর প্রতিচ্ছবি খোঁজেন বাড়ির বয়স্করা। তবে রূপে-গুণে লক্ষ্মীমন্ত বউমাদের দেখা তো মেলে বাংলা ধারাবাহিকেই! নিজগুণে যৌথ পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন, গোটা পরিবারকে এক সূত্রে বেঁধে রেখেছেন। স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla), দেখে নিন এই মুহূর্তে দর্শকদের বিচারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী বউমাদের তালিকায় রয়েছেন কোন কোন বউমা।

মিঠাই (Mithai) : বাংলা ধারাবাহিকের সেরা বউমাদের তালিকায় প্রথমেই যার নাম থাকা বাঞ্ছনীয়, সে হলো মিঠাই। গোটা মোদক পরিবারের চোখের মণি সে। নিজের ব্যবসায়িক বুদ্ধি খাটিয়ে যেমন মিঠাই শ্বশুরবাড়ির মিষ্টির দোকান সামলাতে পারে, তেমনই আবার পরিবারের সকল সদস্যের আপদ-বিপদ, প্রয়োজন সামাল দিতেও পারে। সিদ্ধার্থের ছোট-বড় সমস্যা সামাল দিতেও ওস্তাদ মিঠাই রানী। তাইতো মোদক বাড়ির যোগ্য বউমা মিঠাই। চরিত্রটি যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলছেন সৌমিতৃষা কুন্ডু।

MITHAI

জয়া (Jaya) : সদ্য টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে সর্বজয়ার যাত্রা। জয়া বড়লোক বাড়ির অতিসাধারণ বউমা। পরিবারের অন্যান্য সকলের মতো বিলাসীতা তার পোষায় না। এই নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য লেগেই থাকে। তবে জয়া কিন্তু সকলের প্রয়োজন-অপ্রয়োজন সবসময় খেয়াল রাখে। বাড়ির বড় বউয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করে জয়া। চরিত্রটিতে অভিনয় করছেন দেবশ্রী রায়।

শ্রীময়ী (Sreemoyee) : বাড়ির আদর্শ বউ যদি কেউ হন, তিনি শ্রীময়ী। সংসারই একসময় ছিল তার ধ্যানজ্ঞান। নিজের শখ, ইচ্ছে-অনিচ্ছে বিসর্জন দিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের জন্য প্রাণপাত করে দিয়েছিল শ্রীময়ী। বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করেই সংসার করছিল সে। যদিও পরে সে নিজের ভুল বুঝতে পারে এবং এখন সে বাঁচে নিজের শর্তে। এই চরিত্রটিকে পর্দায় রুপায়ন করছেন ইন্দ্রানী হালদার।

Where is Shreemoyee Famed Actor Rohit Samanta Now a Days

সহচরী (Sohochori) : সদ্য স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আয় তবে সহচরী। এই ধারাবাহিকেও এক নিতান্তই ঘরোয়া গৃহবধুর গল্প তুলে ধরা হয়েছে। সেও মাত্র ১৮ বছর বয়সে নিজের উচ্চশিক্ষার স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারের ভার তুলে নিয়েছিল কাঁধে। তারপর থেকে শুধু সংসারই ছিল তার আশ্রয়। তবে রূপে-গুণে লক্ষ্মী বাড়ির বড় বউ সহচরী এখন গুণে সরস্বতীও হতে চায়। দেরিতে হলেও আবার কলেজের পড়াশোনা শুরু করতে চলেছে সহচরী। বাড়ির সকলের কাছে সে লক্ষীমন্ত বউমা। সহযোগীর ভূমিকায় অভিনয় করছেন দাপুটে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

অপু (Apu) : বাংলা টেলিভিশনের অপর এক লক্ষ্মীমন্ত বউমা অপু। অপরাজিতা অপু ধারাবাহিকের অপু পড়াশোনা করে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিডিও হতে চেয়েছিল। যদিও তার আগেই তার বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ির দায়-দায়িত্ব সব সামলে নিজের স্বপ্নের ডানা মেলতে চায় অপু। অভিনয়ে, সুস্মিতা দে।

তিথি (Tithi) : ‘বরণ’ ধারাবাহিকের তিথিকে শান্তশিষ্ট, লক্ষীমন্ত বউমা বলা চলে না ঠিকই, তবে তার শ্বশুরবাড়ির জন্য সে প্রকৃতঅর্থেই আদর্শ বউমা। উচ্ছন্নে যাওয়া ছেলেকে সঠিক পথে আনার জন্য তিথির সঙ্গে রুদ্রিকের বিয়ে দিয়েছিলেন রুদ্রিকের বাবা। শ্বশুরবাড়িতে পা রেখে স্বামীকে সঠিক পথে আনার পাশাপাশি তিথির কড়া প্রশাসন ধীরে ধীরে তার মডার্ন শাশুড়ি, কাকা শ্বশুর, কাকি শাশুড়িকেও সঠিক পথে আনছে। ইন্দ্রানী পাল এই চরিত্রে অভিনয় করছেন।

শ্যামা (Shyama) : কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামাও আদর্শ, লক্ষ্মীমন্ত বউমাদের মধ্যেই পড়ে। সংসার সামলানোর পাশাপাশি শ্যামা বেশ গুণী। তার কন্ঠে মা সরস্বতীর বাস। সংসার সামলানো, গান গাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের বাইরের সমস্ত ষড়যন্ত্র থেকেও রক্ষা করে শ্যামা। শ্যামার চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায়।

গুনগুন (Gungun) : লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই গুনগুন। একটু ছটফটে, একটু অবুঝ, একটু জেদী! তবে বড়মার ‘মা লক্ষ্মী’ গুনগুন। সে মুখার্জি পরিবারের চোখের মণি। তাকে ছাড়া পটকাদের গ্যাং অসম্পূর্ণ। বাড়িতে সে না থাকলে যেন বাড়ির সব আনন্দও বিদায় নেয়। গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা।