নামেই সুপারস্টার, একের পর এক ছবি ফ্লপ! এই ৫ তারকার জন্য দেউলিয়া হয়েছিলেন প্রোডিউসার

Most Flopped Bollywood Movies : সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খান (Shah Rukh Khan) – এর ‘জওয়ান’ (Jawan) বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে। এছাড়াও এই বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘পাঠান’ (Patthan) প্রেক্ষাগৃহে গৌরব ফিরিয়ে এনেছিল বললে ভুল হবে না। কারণ, এর আগে বলিউড (Bollywood) -এ মুক্তি পাওয়া অনেক বড় বাজেটের ছবি বক্স অফিসে এমনভাবে ব্যর্থ হয়েছে যে অভিনেতা-পরিচালকসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট পুরো টিমই চিন্তিত হয়ে পড়েছিলেন। চলুন আজ জেনে নেব এই তালিকায় কোন কোন ছবি ছিলো।

জিরো (Zero) : শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিটি রয়েছে এই তালিকায়। এই ছবিতে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ২০০ কোটি টাকা। আর এই ছবিটি বক্স অফিসে মাত্র ১৮০ কোটি টাকা ব্যবসা করেছিলো।

thugs of hindostan

থাগস অফ হিন্দুস্তান (Thugs of Hindostan) : যশ রাজ ফিল্মসের পরিচালনায় মুক্তি পেয়েছিল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) র -‘থাগস অফ হিন্দুস্তান’। কিন্তু এই ছবি নিয়ে মানুষের অনেক আশা থাকলেও ছবিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি। প্রায় ৩০০ কোটি টাকার বাজেটে তৈরি, ছবিটি তার খরচের অর্ধেক উপার্জন করতে সক্ষম হয়েছিল।

টিউবলাইট (Tubelight) : সলমনের কেরিয়ারের আরেক বড় ফ্লপ ২০১৭-র সালে মুক্তি পাওয়া টিউবলাইট ছবিটি। IMBD রেটিং ১০-এর মধ্যে মাত্র ৩.৫। সালমান খান (Salman Khan) -র ছবি টিউবলাইটও নির্মাতাদের অনেক ক্ষতি করেছে। ১৩৫ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি মাত্র ১১৫ কোটি টাকার ব্যবসা করেছে।

RAONE

রা ওয়ান (Ra.One) : ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান এবং কারিনা কাপুর অভিনীত ‘রা ওয়ান’-এর জন্য নির্মাতারা জলের মতো অর্থ ব্যয় করেছিলেন। কিন্তু, প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে তৈরি এই ছবিটি খারাপভাবে ফ্লপ হয়। ছবিটি বক্স অফিসে মাত্র ৯৬ কোটি টাকা আয় করতে পারে।

বম্বে ভেলভেট (Bombay Velvet) : এই তালিকায় আছে বম্বে ভেলভেট ছবিটিও। এই ছবিটিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor), জ্যাকলিন ফার্নান্দেস এবং অর্জুন রামপাল। ‘বম্বে ভেলভেট’, যা প্রায় ১২০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল। কিন্তু, এই ছবিটি বক্স অফিসে মাত্র ৩০ কোটি টাকা উপার্জন করেছিলো।

Race 3

রেস ৩ (Race 3) : রেসের প্রথম এবং দ্বিতীয় অংশগুলি দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছিল। কিন্তু যখন সালমান খান অভিনীত রেস ৩ প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন দর্শকরা এটি পুরোপুরি প্রত্যাখ্যান করে। এই চলচ্চিত্রটি বক্স অফিসে মাত্র ১৬৫ কোটি টাকা আয় করেছিলো। আর এই ছবির বাজেট ছিল প্রায় ১৮০ কোটি টাকা।

83

আরও পড়ুন : মদ-সিগারেট সঙ্গে মোটা মাইনে! গোবিন্দার ছবিতে এই বাঁদরের মাইনে ছিল গোবিন্দার থেকেও বেশি

৮৩ (83) : রিল এবং বাস্তব জীবনের হিট জুটি রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন। আর এই জুটির অভিনীত ছবি ৮৩ , ২০২১ সালে মুক্তি পেয়েছিল। কিন্তু ছবিটি একদম ফ্লপ হয়েছিল। কারন ছবিটির বাজেট ছিল প্রায় ২৭০ কোটি টাকা। যা বক্স অফিসে প্রায় ১০৯ কোটি টাকা সংগ্রহ করেছিল।

আরও পড়ুন : ভারতীয় সিনেমা মানেই বুক আর নিতম্ব, প্রিয়াঙ্কা চোপড়ার মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া