২০২৪ সালের সেরা ফ্লপ! বলিউডের কয়েকশো কোটি টাকার লোকসান করেছে এই ১০ সিনেমা

২০২৪ সালের সেরা ১০ টি ফ্লপ সিনেমা, যেগুলোর জন্য কয়েকশো কোটি টাকার লোকসান হয়েছে বলিউডের! বড় বড় তারকা বড় বাজেট থাকা সত্ত্বেও বক্স অফিসে ডাঁহা ফেল করেছে এই সিনেমাগুলো। দেখুন এই তালিকায় রয়েছে কোন কোন সিনেমা।

১০. বস্তার দা নকশাল স্টোরি (Bastar: The Naxal Story) : ছত্রিশগড়ের মাওবাদী অধ্যুষিত জনপদ বস্তারের নকশাল বিদ্রোহের প্রেক্ষাপটে বানানো হয়েছিল এই সিনেমাটি। মুখে ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, রাইমা সেন, শিল্পা শুক্লারা। সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১৫ কোটি টাকা। আর আয় হয়েছিল মাত্র ২.৯ কোটি টাকা। এখন অনলাইনে জি ফাইভে দেখা যাচ্ছে এই সিনেমা।

Naam

৯. নাম (Naam) : অজয় দেবগন, রাজকুমার রাও, রাজপাল যাদবের এই সিনেমাটির ব্যাপারে কেউ জানতেই পারেননি সেভাবে। এটি একটি থ্রিলার সিনেমা ছিল, যেখানে এক প্রফেশনাল কিলারের স্মৃতি হারিয়ে যায়। এই সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ২০ কোটি টাকা। আর এর থেকে আয় হয়েছিল ১.০২ কোটি টাকা।

৮. রুসলান (Ruslaan) : আয়ুষ শর্মা, সুশ্রী শ্রেয়া মিশ্র, বিদ্যা মালভাদে অভিনীত এই সিনেমাটিও ২০২৪ সালের অন্যতম একটি ফ্লপ সিনেমা। সিনেমাটি বানাতে খরচ হয় ২৫ কোটি টাকা এবং আয় হয়েছিল মাত্র ৪.০৫ কোটি টাকা। বর্তমানে এই সিনেমাটি আপনি জিও সিনেমাতে দেখতে পাবেন।

Ulajh

৭. উলঝ (Ulajh) : এটি একটি ডিপ্লোম্যাটিক থ্রিলার যেখানে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, গুলশান দেভাইয়া, রোশন ম্যাথিউরা। সিনেমাটি বানাতে খরচ হয় ৩৫ কোটি টাকা ও এর থেকে আয় হয়েছিল কেবল ৮.৭ কোটি টাকা। বর্তমানে এই সিনেমাটি নেটফ্লিক্সে দেখতে পাবেন।

৬. দ্য বাকিংহাম মার্ডারস (The Buckingham Murders) : এই ডিটেকটিভ থ্রিলার সিনেমাতে অভিনয় করেছেন করিনা কাপুর, রণবীর ব্রার, সারা জেম ডায়াস এবং অন্যান্যরা। সিনেমাটি বানাতে ৪০ কোটি টাকা খরচ হয়। আর এই সিনেমাটি থেকে আয় হয়েছে মাত্র ৯.৫ কোটি টাকা। এখন এই সিনেমাটি নেটফ্লিক্সে দেখতে পাবেন।

I Want To Talk

৫. আই ওয়ান্ট টু টক (I Want To Talk) : অভিষেক বচ্চন, অহল্যা বামরু, জনি লিভার অভিনীত এই সিনেমাটিও বক্স অফিসে ফেল করেছে। সিনেমাটির বাজেট ৪০ কোটি টাকা। আয় হয়েছে মাত্র ২.১৪ কোটি টাকা। বক্স অফিসে চলা তো দূর, সিনেমাটির নাম পর্যন্ত মনে রাখেননি দর্শকরা। খুব শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন এই সিনেমা।

৪. যুধরা (Yudhra) : সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, মালবিকা মোহনান অভিনীত এই থ্রিলারও সিনেমা হলে দেখতে যেতে পছন্দ করেননি দর্শকরা। সিনেমাটি বানাতে ৫০ কোটি টাকা খরচ হয়েছে। আর হয়েছে কেবল ১১.৩৫ কোটি টাকা। এখন এই সিনেমাটি আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন।

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তির দোরগোড়ায় কোন কোন সিনেমা? দেখে নিন সম্পূর্ণ তালিকা

Auron Mein Kahan Dum Tha

৩. অউরো মে কাঁহা দম থা (Auron Mein Kahan Dum Tha) : অজয় দেবগন, তাব্বু এবং জিমি শেরগিল অভিনীত এই সিনেমাটি বানানো হয়েছিল ১০০ কোটি টাকা দিয়ে। কিন্তু সর্বসাকুল্যে কেবল ১২.২ কোটি টাকা আয় করতে পেরেছে এই সিনেমাটি। বর্তমানে আমাজন প্রাইম ভিডিওতে আপনি এই সিনেমাটি দেখতে পাবেন।

২. ময়দান (Maidaan) : ২০২৪ সাল একেবারেই ভালো ছিল না অজয় দেবগনের জন্য। তার একের পর এক সিনেমা ফ্লপ হয়েছে। প্রিয়া মনি, গজরাজ রাও, রুদ্রনীল ঘোষের সঙ্গে ফুটবল কোচ সৈয়দ আব্দুর রহিমের জীবনী নিয়ে বানানো এই সিনেমাটিও ফ্লপ হয়েছে। সিনেমাটির বাজেট ছিল ২৫০ কোটি টাকা। আর আয় করেছে কেবল ৫৩ কোটি টাকা। এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনি এই সিনেমাটি দেখতে পাবেন।

আরও পড়ুন : ২০২৫-এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৭টি বাংলা সিনেমা, বক্স অফিসে উঠবে ঝড়

Bade Miyan Chote Miyan

১. বড়ে মিয়া ছোটে মিয়া (Bade Miyan Chote Miyan) : অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের এই সিনেমাটি কবে সিনেমা হলে এসেছে এবং উঠে গেছে দর্শকরা জানেনও না। সিনেমাটি বানাতে খরচ হয় ৩৫০ কোটি টাকা। আয় হয়েছে মাত্র ৬৩ কোটি টাকা। এখন নেটফ্লিক্সে আপনি এই সিনেমাটি দেখতে পাবেন।