বলিউড (Bollywood) তারকাদের বিয়ে মানেই সেখানে থাকবে নানা চমক। তবে বর্তমান প্রজন্মের বলিউড তারকাদের বিয়েটা হয় রাজকীয়ভাবে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বেছে নিচ্ছেন ডেস্টিনেশন ওয়েডিং। বিয়ের আসরের সাজসজ্জা থেকে খাওয়া-দাওয়া, তারকাদের সাজ-পোশাক ঝলসে দেয় চোখ। যেমনটা হল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানীর বিয়েতে। তবে এই জুটিসহ বলিউডে এমন ৬ জুটি আছে যাদের বিয়েতে কোটি কোটি (Most Expensive Marriages In Bollywood) টাকা খরচ হয়েছে। এক নজরে দেখে নিন সেই তালিকা।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (Virat Kohli And Anushka Sharma) : বেশ কয়েক বছর আগে সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। মহা ধুমধাম করে তাদের বিয়েটা হয়েছিল। ২০১৭ সালে ইতালিতে তাদের বিয়ের আসর বসে। শোনা যায় এই বিয়েতে নাকি ১০০ কোটি টাকা খরচ হয়েছিল।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং (Deepika Padukone And Ranveer Singh) : বলিউডের অন্যতম সেরা জুটি দীপিকা ও রণবীরের বিয়েতেও ঢালাও খরচ হয়েছিল। তাদের বিয়েটাও ইতালিতে হয়েছিল। তবে তারা অবশ্য টাকার অংকে বিরাট কোহলি এবং অনুষ্কাকে ছাপিয়ে যেতে পারেননি। ৭৭ কোটি টাকা খরচ হয়েছিল তাদের বিয়েতে।
নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া (Nick Jonas And Priyanka Chopra) : নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য বিয়ের জন্য বিদেশে যাননি। প্রিয়াঙ্কাকে বিয়ে করার জন্য নিক আমেরিকা থেকে ভারতে এসেছিলেন। ৪ কোটি টাকার বেশি খরচ করে রাজস্থানের যোধপুরে তাদের বিয়ের আসর বসে।
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Viki Kaushal And Katrina Kaif) : ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ গত বছর সাত পাকে বাঁধা পড়েছেন। তাদের বিয়েটাও রাজস্থানের জয়পুরে রাজস্থানীভাবেই হয়েছিল। ভিকি এবং ক্যাটরিনার বিয়েতেও ৪ কোটি টাকার বেশি খরচ হয়েছিল বলে শোনা যায়।
সোনম কাপুর এবং আনন্দ আহুজা (Sonam Kapoor And Anand Ahuja) : বলিউডের অন্যান্য তারকারা যেখানে কোটিতে বিয়ের সারছেন সেখানে সোনম কাপুর এবং আনন্দ অবশ্য বিয়ের বাজেট অনেকটাই কমিয়ে নিয়েছেন। তাদের বিয়েতে খরচ হয়েছিল মোটে ৯০ লক্ষ টাকা।
কিয়ারা আদবানী এবং সিদ্ধার্থ মালহোত্রা (Kiara Advani And Siddharth Malhotra) : সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারার বিয়ের আসর বসেছিল রাজস্থানের জয়সালমীরে। সেখানকার সূর্যগড় প্যালেসে তাদের বিয়েটা হয়। এই বিয়ের জন্য ৬ থেকে ৮ কোটি টাকা খরচ হয়েছে বলে শোনা যায়। খরচের অর্ধেকেরও বেশি টাকা কেবল সূর্যগড় প্যালেস বুকিং করতেই বেরিয়ে গিয়েছে।