মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান'(Jawan) ছবির প্রথম গান ‘জিন্দা বান্দা’ (Zinda Banda)৷ সোশাল মিডিয়ায় এই গান আসতেই ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে মিলিয়ন৷ নতুন গানে চমকে দিয়েছেন বলিউড (Bollywood) -র শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে শুধুমাত্র এই গানটি নির্মাণ করতেই খরচ হয়েছে ১৫ কোটি টাকা। কিন্তু জানেন কি ভারতের মধ্যে সবথেকে দামি গান কোনটি? চলুন জেনে নিই।
আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জওয়ান৷ শাহরুখ ছাড়াও অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা (Nayanthara) , বিজয় সেতুপথি (Vijay Sethupathi), সানায়া মালহোত্রা (Sanya Malhotra)৷ আর এর মধ্যেই প্রকাশ্যে এসে গেছে এই ছবির প্রথম গান জিন্দা বান্দা। জওয়ানের এই ‘জিন্দা বান্দা’ গানটি লিখেছেন ইরশাদ কামিল (Irshad Kamil) আর কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন (Anirudh Ravichander)।
শোনা গিয়েছিল জিন্দা বান্দা গানটি পাঁচদিন ধরে শুটিং হয়েছে চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মাদুরাই, মুম্বইয়ের মত জায়গায়৷ কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন শাবি ৷শাহরুখের সঙ্গে ‘জিন্দা বান্দা’ গানের দৃশ্যে দেখা গিয়েছে বলি অভিনেত্রী সানিয়া মলহোত্র এবং দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণিকে। তা ছাড়াও ছিলেন ১০০০ জন নৃত্যশিল্পী। তবে হিন্দির পাশাপাশি গানটি মুক্তি পেয়েছে তামিল ও তেলুগুতে ৷
কিন্তু এই গানকে খরচের নিরিখে টপকে গেছে দক্ষিন ভারতীয় একটি ছবির গান। জানা গেছে সেই গানে মূল চরিত্রে আছেন রামচরণ। আর এই রামচরণ অভিনীত ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন এস শঙ্কর। ছবিটির নাম হলো ‘গেম চেঞ্জার’। যেখানে নায়কের ভূমিকায় থাকবেন রামচরন আর তার বিপরীতে থাকবেন বলিউড অভিনেত্রী কিয়ার আডবাণী।
বলিপাড়া সূত্রে খবর, রামচরণের ছবির গানটি তৈরি করতে ‘জিন্দা বান্দা’ গানের থেকে ছয় গুণ বেশি খরচ হয়েছে। অর্থাৎ গানটি তৈরি করতে ৯০ কোটি টাকা খরচা হয়েছে। তবে এই প্রথম নয় এর আগেও বড় বাজেট খরচ করে গান তৈরি করেছেন এস শঙ্কর। আসলে ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবি ‘২.০’ পরিচালনার দায়িত্বে ছিলেন এস শঙ্কর।
আরও পড়ুন : শাহরুখের চেয়ে ১৯ বছরের ছোট! ‘জওয়ানে’র মা আসলে কে? রইল পরিচয়
এই ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার, ঐশ্বর্যা রাই বচ্চন এবং অ্যামি জ্যাকসন। আর এই ছবির ‘ইয়ানথারা লোকাপু সুন্দরিভে’ গানটি দর্শকের নজর কাড়ে। এই গানের দৃশ্যে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন অ্যামি। আর জানা গিয়েছিলো এই গানটি তৈরি করতে খরচ পড়েছিল ২০ কোটি টাকা। যদিও বলিপাড়ার একাংশের দাবি, ‘গেম চেঞ্জার’ ছবিতে একটি গানের জন্য নয়, বরং ছবিতে থাকা মোট পাঁচটি গানের জন্য ৯০ কোটি টাকা বাজেট খরচ করা হয়েছে।
আরও পড়ুন : কী কী চমক রয়েছে ‘জওয়ান’ ছবিতে? যে ৫ কারণে অবশ্যই দেখতে হবে ‘জওয়ান’