২০২৫ সালের বহু প্রতীক্ষিত এই ১০টি সিনেমা, যেগুলোর মুক্তির অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শকরা। কমেডি-ড্রামা থেকে অ্যাকশন-থ্রিলার, বিনোদনের বড় ধামাকা নিয়ে আসছে বলিউড (Bollywood)। গোটা বছরভর চলবে এই ছবি উৎসব। একাধিক সিনেমার মুক্তির দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। এক নজরে দেখে নিন কবে কোন মাসে কোনটি মুক্তি পাবে।
১. ইমারজেন্সি (Emergency) : ইন্দিরা গান্ধীর আমলে ভারতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে আসছে কঙ্গনা রানাওয়াতের এই সিনেমাটি। দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে এই সিনেমা নিয়ে অনেক বিতর্ক চলেছে। ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে এই অভিযোগে এই সিনেমার বিরোধিতা করেছে কংগ্রেস। আবার শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিল শিরোমনি আকালি দল। অবশেষে সব বিতর্ক কাটিয়ে আগামী ১৭ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে ইমারজেন্সি।
২. লাহোর ১৯৪৭ (Lahore 1947) : গদর ২ সিনেমার ব্যাপক সাফল্যের পর এবার ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে আরও একটি সিনেমা নিয়ে আসছেন সানি দেওল। ভারত এবং পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে, এই সিনেমাতে সানি দেওলের বিপরীতে এবার থাকবেন প্রীতি জিন্টা। ছবির প্রযোজনায় আছেন আমির খান। পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী।
৩. ছাবা (Chhaava) : মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজীর বড় ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প নিয়ে আসছে বলিউড সিনেমা ছাবা। এই সিনেমাতে মুখ্য ভুমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল। তার লুক নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে এরই মধ্যে। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ ই ফেব্রুয়ারি।
৪. সিকান্দর (Sikandar) : ২০২৫ হতে চলেছে সালমান খানের ঘুরে দাঁড়ানোর বছর। ছবির টিজারেই সেই ধামাকার ইঙ্গিত দিয়েছেন ভাইজান। কোটি কোটি মানুষের পছন্দ হয়েছে সিনেমার প্রথম ঝলক। এই সিনেমাতে সালমানের বিপরীতে থাকবেন রশ্মিকা মান্দানা। সিকান্দর মুক্তি পাবে এই বছরের মার্চ মাসে, ঈদের সময়।
৫. রেড ২ (Raid 2) : ৬ বছর পর আসছে অফিসার অমিত পট্টনায়কের নতুন মিশন। অজয় দেবগনের রেড সিনেমাটি খুবই পছন্দ করেছিলেন দর্শকরা। কালো টাকার সন্ধানী নেমে সৌরভ শুক্লের সঙ্গে অজয় দেবগনের দ্বৈরথের টানটান উত্তেজনা বজায় ছিল রেড সিনেমার প্রথম পার্টে। এবার অজয়ের বিপরীতে থাকবেন রীতেশ দেশমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১লা মে।
৬. হাউসফুল ৫ (Housefull 5) : সাজিদ নাদিয়াদওয়ালা হাউসফুলের পঞ্চম পর্বের জন্য নাকি অনেক বড় কিছু ভেবেছেন। অক্ষয় কুমারের সঙ্গে এই সিনেমাতে থাকবেন অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাকরিসহ আরও অনেকে। এই বছরের ৬ই জুন মুক্তি পাবে হাউসফুল ৫ ।
৭. ওয়ার ২ (War 2) : হৃত্বিক রোশনের ওয়ার সিনেমার দ্বিতীয় পার্ট মুক্তি পাবে এই বছরের স্বাধীনতা দিবসে। আগামী ১৫ই আগস্ট মুক্তি পাবে ওয়ার ২। খলনায়কের চরিত্রে থাকবেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। এই সিনেমাটির পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়।
৮. থামা (Thama) : স্ত্রী ২ এরপর আরও একটি হরর কমেডি মুক্তি পেতে চলেছে এই বছর। আয়ুষ্মান খুরানা, রস্মিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি মুক্তি পাবে এই বছরের দীপাবলিতে।
৯. ১২০ বাহাদুর (120 Bahadur) : আরও একটা বায়োপিক নিয়ে পর্দায় ফিরছেন ফারহান আক্তার। ২০২১ সালের তুফান সিনেমাতে বক্সারের ভূমিকার পর এবার তিনি ভারতীয় সেনার ভূমিকাতে বড় পর্দায় ধরা দেবেন। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে রেজাংলা উপত্যকায় যে যুদ্ধ হয়েছিল সেই গল্পই ধরা পড়বে এই সিনেমাতে। সিনেমাটি মুক্তি পাবে ২১ শে নভেম্বর।
আরও পড়ুন : ২০২৪ সালের সেরা সিরিয়াল কোনটি? দেখুন দর্শকের বিচারে সেরা সিরিয়ালের তালিকা
আরও পড়ুন : ৩.৫ লাখ দর্শক দেখল খাদান! কত টাকা আয় করলো দেবের সিনেমা?
১০. আলফা (Alpha) : যশ চোপড়ার স্পাই ইউনিভার্সের বহু প্রতীক্ষিত আলফা সিনেমাটি মুক্তি পাবে এই বছরের শেষ দিকে। আলিয়া ভট্ট, শর্বরী ওয়াগরা থাকছেন এই সিনেমাতে। এছাড়াও অন্যান্য তাই ইউনিভার্সের গোয়েন্দা চরিত্ররাও থাকতে পারেন ক্যামিও হিসেবে। এই সিনেমাটি মুক্তি পাবে এই বছরের ২৫শে ডিসেম্বর।