আনলিমিটেড কলিং, সঙ্গে ইন্টারনেট! ১৫০ টাকার কমে সবথেকে সস্তার Jio প্ল্যান

আনলিমিটেড কলিং, সঙ্গে ইন্টারনেট, সেই সঙ্গে অন্তত এক মাস ভ্যালিডিটির সুবিধা খুঁজছেন? তাহলে আজ আপনাদের জানাবো রিলায়েন্স জিওর সব থেকে সস্তার ৫টা মোবাইল রিচার্জ প্ল্যান সম্পর্কে। যেগুলোতে খরচ ১৫০ টাকার কম। তবে আপনি পাবেন দারুণ সব সুবিধা। ‌এক নজরে জেনে নিন সেগুলি সম্পর্কে। জিও ফোনের জন্য মোট ৭টি সস্তার প্ল্যান এনেছে রিলায়েন্স। এর মধ্যে ৪টি ১৫০ টাকার কমেই আপনি পেয়ে যাবেন। দেখে নিন এক নজরে।

Jio এর ১৫০ এর কমে ৪টি সস্তার রিচার্জ প্ল্যান

Jio এর ৭৫ টাকার প্ল্যান : জিও ফোনে এই প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন। এখানে আপনি প্রত্যেক দিন ১০০ এমবি করে এবং অতিরিক্ত ২০০ এমবি ডেটা সহ ২.৫ জিবি ডেটা পাবেন ২৩ দিনের জন্য। সেই সঙ্গে পাবেন আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে ৫০টি এসএমএস করার সুবিধা। জিও টিভি ও জিও এআই ক্লাউডের অ্যাক্সেসও থাকবে আপনার কাছে।

Jio Phone Recharge Plans

Jio এর ৯১ টাকার প্ল্যান : এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এতে আপনি প্রত্যেকদিন ১০০ এমবি করে এবং অতিরিক্ত ২০০ এমবি হিসেবে মোট ৩ জিবি ডেটা পাবেন। সঙ্গে আনলিমিটেড কলিং, ৫০ টি বিনামূল্যে এসএমএস, জিও টিভি ও জিও এআই ক্লাউড অ্যাক্সেস মিলবে।

Jio এর ১২৫ টাকার প্ল্যান : ২৩ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে আপনি প্রত্যেকদিন ০.৫ জিবি ডেটা পাবেন। সঙ্গে বিনামূল্যে ৩০০ টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং, জিও টিভি এবং জিও এআই ক্লাউডের অ্যাক্সেস পাবেন।

আরও পড়ুন : পুরনো ফোন বিক্রির আগে অবশ্যই করুন এই কাজ! নয়তো ঘোর বিপদ

Jio Phone Recharge Plans

আরও পড়ুন : দেখতে দেখতে ৩ গুণ হবে টাকা! দুর্দান্ত স্কিম আনলো পোস্ট অফিস

Jio এর ১৫২ টাকার প্ল্যান : ২৮ দিনের এই প্ল্যানেও আপনি প্রতিদিন ০.৫ জিবি ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং, ৩০০ টি বিনামূল্যে এসএমএস করার সুবিধা পাবেন। সেই সঙ্গে জিও টিভি এবং জিও এআই ক্লাউডের অ্যাক্সেস তো থাকবেই।