ভালো অভিনয় তো সকলেই করেন, কিন্তু কিছু কিছু সময় অভিনেতা-অভিনেত্রীদের অভিনীত এমন কিছু চরিত্র থাকে যা আমাদের মন ছুঁয়ে যায়। কোথাও যেন চরিত্রের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় অভিনয়। আজ আপনাদের জানাবো ২০২৩ সালের তেমনি কয়েকজন অভিনেতা অভিনেত্রী এবং তাদের অভিনীত চরিত্রের কথা, যা সারা জীবন মনে থেকে যাবে আমাদের।
Daminee Benny Basu : বর্তমানে ওয়েব সিরিজের একটি অন্যতম মুখ হল দামিনী বেনি বসু। অর্ধাঙ্গিনী হোক অথবা পূর্ব পশ্চিম, সব চরিত্রতেই ভীষণ সাবলীল দামিনী। দামিনীর অসাধারণ অভিনয় দেখে পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী দামিনীকে ছোটলোক ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন একজন মহিলা যাকে চাকরির ক্ষেত্রেও যেমন অপমানিত হতে হয়, তেমনই মেয়ের প্রধান শিক্ষিকার কাছে কথা শুনতে হয় মায়ের দায়িত্ব পালন না করায়। ছোটলোক ওয়েব সিরিজটির গল্প অসাধারণ হলেও দামিনীর অনবদ্য গেটআপ এবং সাথে অভিনয়ের মাধ্যমে চরিত্রকে জীবন্ত করে তোলা, এগুলির প্রশংসা না করলেই নয়।
Mithun Chakraborty : বাঙালিদের সঙ্গে কাবুলিওয়ালার একটি আলাদাই সম্পর্ক রয়েছে। গল্পের বই হোক অথবা নাটকের মঞ্চে, কাবলিওয়ালাকে বারবার দেখা গেছে। কিন্তু ২০২৩ সালে মিঠুন চক্রবর্তীকে কাবুলিওয়ালার বেশে দেখে মনে হবে, এই প্রথম গল্পের নায়ক স্বশরীরে উঠে এসেছে আপনার সামনে। তপন সিংহ পরিচালিত কাবুলিওয়ালার সিনেমায় কাবুলিওয়ালার চরিত্রে ছবি বিশ্বাসকেও যেন কোথাও কোথাও ছাপিয়ে গেছেন মিঠুন চক্রবর্তী। সিনেমার শেষে পরিণত মিনিকে দেখে রহমতের যে অভিব্যক্তি ছিল, তা কি অসাধারণ ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন মিঠুন। এমনি এমনি কি তাকে মহাগুরু বলে সবাই?
Subhashree Ganguly : দেবালয় ভট্টাচার্য কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল গল্পটিকে যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা সত্যি অনবদ্য। তবে এই সিরিজে যার কথা না বললেই নয় তিনি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মধ্যবয়সী এবং বৃদ্ধা-দুটি ইন্দুর চরিত্রকেই দারুন ফুটিয়ে তুলেছেন শুভশ্রী। তবে সব থেকে বেশি তিনি নজর কেড়েছেন মধ্যবয়সী চরিত্রে। আত্মহত্যা করতে গিয়েও পিছিয়ে আসা ইন্দু, পরিবারের সকলকে হারিয়ে একা হয়ে যাওয়া ইন্দু, সবশেষে সুযোগ থাকলেও নিজের বাড়িতে ফিরে না যাওয়া ইন্দু, সব ক্ষেত্রেই তিনি অসাধারণ।
Partha Bhowmick : পরিচালক রাজ চক্রবর্তী যে আক্ষরিক অর্থেই জহুরী তা প্রমাণ হয়ে যায় আবার প্রলয় ওয়েব সিরিজে পার্থ ভৌমিককে দেখে। পার্থ একজন মন্ত্রী এবং বিধায়ক হলেও তিনি একজন জাত অভিনেতা। নাটকের মঞ্চে বহুবার পার্থের অভিনয় আলোড়ন তুললেও সিনেমার পর্দায় এই প্রথম পার্থকে অভিনয় করতে দেখা গেলো। পার্থের মুখে হ্যালো স্যার কথাটি বারবার শুনেও কখনো বিরক্তি প্রকাশ করেনি দর্শকরা, বরং এটাই যেন গোটা সিরিজটিতে বিনোদনের অন্যতম পাসওয়ার্ড ছিল। নৈহাটির তৃণমূল বিধায়ক আগামী দিনে এমন আরো অনেক চরিত্রে অভিনয় করতে চান, এ কথা নিজেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : পরিবারের সামনে ভুলেও নয়, বন্ধ ঘরে একা দেখুন Hoichoi-এর এই ৬টি বোল্ড ওয়েব সিরিজ
আরও পড়ুন : কেউ লাখ তো কেউ কোটি, ওয়েব সিরিজ করে কোন অভিনেত্রী কত টাকা পায়
Kharaj Mukherjee : প্রায় ৪ দশক ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকার পরেও কখনো মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি খরাজ মুখোপাধ্যায়। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ করে দিয়েছেন অভিনেতাকে। অভিনেতাও যে সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন তা বোঝাই যায় বগলা মামা যুগ যুগ জিও সিনেমাটি দেখলে। খরাজ ছাড়া বগলা মামার চরিত্রটি থেকে যেত অসম্পূর্ণ। বগলা মামার হাসি, কান্না, রাগ সব কিছুতেই যেন ভীষণ পারফেক্ট অভিনেতা।