মা সুচিত্রা সেনের (Suchitra Sen) মতোই সুন্দরী তিনি। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ইনি হলেন অভিনেত্রী মুনমুন সেন (Moon Moon Sen)। ফিল্ম দুনিয়ায় কেরিয়ার গড়ার স্বপ্ন থাকে সব স্টার কিডদের (Star Kid)। এমন উদাহরণ কম নেই বলিউডে।
এই স্টার কিডদের তালিকায় নাম রাখতে হবে মুনমুন সেনের। ১৯৮৭ সালে প্রথমবার বলিউডে পা রেখেছিলেন। ছবির নাম ছিল ‘অন্দর বাহার’। সেই ছবিতে তিনি ছাড়াও ছিলেন মুখ্য ভূমিকায় ছিলেন অনিল কাপুর ও জ্যাকি শ্রফ। যদিও ছবিটি চলেনি।
তবে বলিউডে পা রেখেই সাহসী দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন মুনমুন সেন। আর সেই লুকে ধরা দিয়েই রাতারাতি শিরোনাম উঠে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের সুন্দরী কন্যা। এই কারণে তাকে বলিউডের দ্বিতীয় জিনাত আমান বলা হয়।
যদিও তিনি কখনও জিনাত আমানের মতো সাফল্য অর্জন করতে পারেনি তিনি। ‘মুসাফির’, ‘জাল’, ‘শীশা’, ‘পেয়ার কি জিত’, ‘ওহ ফির আয়েগি’, ‘মিল গায়ে মঞ্জিল মুঝে’, ‘তেরে বিন কেয়া জিনা’, ‘আপনা দেস পরায়ে লগ’, ‘পাথর কে ইনসান’, ‘ইরাদা’, ‘১০০ দিন’, ‘ওয়াক্ত কা বাদশা’, ‘জখমি ডিল’-এর মতো অনেক ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
শুধুমাত্র বলিউডের ছবিতেই নয়, বাংলা ও বেশ কিছু আঞ্চলিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি কিন্তু তাও সাফল্য আসেনি। তাই বাধ্য হয়ে অভিনয় জগত থেকে সরে আসতে হয়েছে তাকে। যদিও তার মা ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল নায়িকা সুচিত্রা সেন। বাবা ছিলেন ব্যবসায়ী দিবানাথ সেন।
১৯৭৮ সালে মুনমুন সেন গাঁটছড়া বাঁধেন ভারত দেব ভার্মার সঙ্গে। তার দুই কন্যা হলেন অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন। মায়ের তারাও বলিউড ও টলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তারাও সফল হতে পারেননি।