বর্তমানে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন প্রতিক সেন (Pratik Sen)। খোকাবাবু, মোহর (Mohor), সাহেবের চিঠি থেকে এক্কাদোক্কা, মাত্র কয়েকটি সিরিয়ালে অভিনয় করেই বিপুল খাতি অর্জন করেছেন তিনি। কিন্তু তিনি যে পরিমাণ খ্যাতি অর্জন করেছেন তার ভক্তদের কাছে তার তুলনায় যোগ্য সম্মান পাচ্ছেন না সোশ্যাল মিডিয়া থেকে!
সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের মনের মধ্যে জমে থাকা হতাশা, ক্ষোভ উজাড় করে দিয়েছেন মোহর সিরিয়ালের শঙ্খদীপ। একটার পর একটা সিরিয়ালে অভিনয় করে তিনি তার অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। তার একটি সিরিয়াল বন্ধ হয়ে গেলে আবার নতুন সিরিয়ালে তাকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন দর্শকরা। তবুও তার মনে এত হতাশা কেন?
আসলে গত এক বছর ধরে একটি প্রশ্ন তার মাথায় ঘুরছে। এখন আসলে ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতার যোগ্যতা বিচার করা হয় তার স্টারডম দিয়ে। সোশ্যাল মিডিয়াতে কার কত বেশি ফলোয়ার্স, সেই হিসেবে তার জনপ্রিয়তা বিচার করা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হল ব্লু টিক। অর্থাৎ প্রোফাইলে নামের পাশে নীল রঙের একটি চিহ্ন যেটা বলে দেয় এই প্রোফাইলটি আসল, ফেক নয়।
কিন্তু প্রতিক এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে অভিনয় করে জনপ্রিয়তা কুড়ালেও আজ পর্যন্ত নামের পাশে ব্লু টিক আনতে পারেননি। অথচ ইন্ডাস্ট্রিতে অনেকেই যারা নতুন এসেছেন তারা প্রতীকের থেকে অনেক আগেই ব্লু টিক পেয়ে গিয়েছেন। বিষয়টা নিয়ে চিন্তিত অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে শেষমেষ এই নিয়ে পোস্ট করেই ফেললেন তিনি।
ঠিক কী লিখেছেন তিনি? আসলে এক বছর আগে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে লিখেছিলেন, “ঠিক কী করলে বা কোন পেশাগত যোগ্যতা থাকলে বা ঠিক কী পরিমাণ জনপ্রিয়তা থাকলে ওই নীল রঙের একটি টিক আমার ফেসবুকের মাথায় যুক্ত হতে পারে”। এই টিক না থাকার কারণে অনেকেই তার প্রোফাইলটিকে ফেক বলে ভাবছেন।
যদিও প্রতীকের ভক্তরা অবশ্য তাকে এসব নিয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে প্রতীকের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য কোনও রংয়ের প্রয়োজন নেই। তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন তার অভিনয়ের মাধ্যমে। খুব শীঘ্রই এক্কাদোক্কা সিরিয়ালের মাধ্যমে ফিরতে চলেছে সোনাতিক জুটির ম্যাজিক। আপাতত সোনামণি এবং প্রতীককে আবারও এক সিরিয়ালে দেখার অপেক্ষায় দিন গুনছেন তাদের ভক্তরা।