স্বামীকে ডিভোর্স দিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসছেন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ

টলিউড তথা বলিউডের (Bollywood) মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) খ্যাতি আকাশছোঁয়া। ৭০ পেরিয়ে এখন স্ত্রী, পুত্র, কন্যা এবং বৌমাকে নিয়ে তার সুখের সংসার। মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির ভরা সংসার জুড়ে রয়েছেন তাদের চার সন্তান। ছেলেরা অভিনয় জগতে তেমন সুপরিচিত না হলেও মিঠুন চক্রবর্তীর পুত্রবধু মদালাসা শর্মা (Madalsa Sharma) কিন্তু শ্বশুরমশায়ের মুখ রেখেছেন।

মদালাসা হিন্দি সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু তার জীবন থেকে সুখ উধাও হয়ে গিয়েছে। দাম্পত্য জীবনে চরম অসুখী তিনি। পরিস্থিতি এমনই যে তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিয়ে করতে চলেছেন বলে জানা গিয়েছে। বৈবাহিক জীবনে চরম অশান্তির কারণে আপাতত নাকি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মদালাসা।

MADALSA SHARMA

এই খবরে আপাতত তোলপাড় হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। সত্যি সত্যিই তিনি মিঠুনের ছেলেকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিয়ে করতে চলেছেন? ব্যাপারটা আসলে কী ঘটছে? যারা মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা করছেন তাদের জন্য বলে রাখা ভাল ঘটনাটা আসলে বাস্তবে ঘটছে না। মিঠুন চক্রবর্তীর পুত্রবধূর জীবনে এই অশান্তি দানা বেঁধেছে তার রিল লাইফে।

বর্তমানে স্টার প্লাসের জনপ্রিয় অনুপমা সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই সিরিয়ালটি আসলে স্টার জলসায় সম্প্রচারিত শ্রীময়ী সিরিয়ালের হিন্দি রিমেক। প্রধানত জুন আন্টির ভূমিকাতে অর্থাৎ কাব্যার চরিত্রে অভিনয় করছেন তিনি। যারা সিরিয়ালটি নিয়মিত দেখেন তারা জানেন কাব্যার সঙ্গে তার স্বামীর সম্পর্ক তলানিতে ঠেকেছে।

MADLASA SHARMA ANUPAMA

স্বামী বনরাজের সঙ্গে আর দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে চান না কাব্যা। তিনি এখন অনিরুদ্ধের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। তাই বনরাজকে ডিভোর্স দিয়ে নতুন সম্পর্কে বাঁধা পড়তে চান তিনি। বলে রাখা ভাল অনুপমার প্রাক্তন স্বামী বনরাজের সঙ্গে বিয়ের আগে কাব্যা কিন্তু অনিরুদ্ধের স্ত্রী ছিলেন। অনিরুদ্ধের সঙ্গে সম্পর্ক শেষ করে তিনি বনরাজের জীবনে প্রবেশ করেন।

MADALSA SHARMA

মিঠুন চক্রবর্তীর বৌমা হিসেবে নয়, কাব্যা হিসেবে মদালসাকে এখন গোটা দেশ চেনে। তিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। প্রতি মুহূর্তে খলনায়িকা হিসেবে তার অভিনয় দর্শকদের গায়ে জ্বালা ধরিয়ে দেয়। যেমনটা বাংলাতে জুন আন্টিকে নিয়ে হয়েছে। রিল লাইফে ফের একবার সম্পর্কের টানাপোড়নের মুখে গিয়েছেন মিঠুন চক্রবর্তীর বৌমা।